• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

তৃতীয় ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৪, ০৬:৪০ পিএম
তৃতীয় ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের
উইকেট লাভের পর সাইফউদ্দিনকে বাংলাদেশ দলের সতীর্থদের শুভেচ্ছা । ছবি: সংগৃহীত

দূর্বল প্রতিপক্ষ হলেও জিম্বাবুয়ে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের এক পর্যায়ে বাংলাদেশের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ভারতের আইপিএল হলে হয়তো তারা বাংলাদেশের বিপক্ষে জিতেও যেতে পারতো। কিন্তু সব আশঙ্কা ঘুচিয়ে ব্যাটাররা যে ঘাটতি রেখে যান, বোলাররা তা পূরণ করে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছাড়েন। বাংলাদেশ মাত্র ৯ রানে জিতে সিরিজও নিজেদের করে নিয়েছে।

পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

চট্টগ্রামে ম্যাচে বাংলাদেশের ৫ উইকেটে ১৬৫ রানের জবাবে জিম্বাবুয়ে ৯ উইকেটে ১৫৬ রান করে।  

১৬৬ রানের টার্গেটে ব্যাটে নেমে ৯১ রানের মধ্যে জিম্বাবুয়ের ৮টি উইকেট পড়ে যায়। কিন্তু ক্যাম্পবেলের ১০ বলে ২১ রানের পর নবম উইকেটে ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ আকরাম দারুণ ব্যাটিং করলে চিন্তায় পড়ে বাংলাদেশ। এই জুটি ৫৪ রান করে। তবে মাসাকাদজা (১৩) সাইফউদ্দিনের বলে বোল্ড হলে চিন্তামুক্ত হয় বাংলাদেশ। আকরাম ১৯ বলে ৩৪ এবং মুজারাবানি ৪ বলে ৯ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নামার পর শুরুতেই লিটন দাস (১৫ বলে ১২) এবং নাজমুল হোসেন শান্তর (৪ বলে ৬) উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলো বাংলাদেশ।

তবে তানজিদ তামিম-তাওহিদ হৃদয় জুটি, এরপর তাওহিদ হৃদয় এবং জাকের আলি অনিক জুটি বাংলাদেশকে একটা সম্মানজনক স্কোর এনে দেন। হাফ সেঞ্চুরি করেছেন তাওহিদ, করেছেন ৩৮ বলে ৫৭ রান। ৩টি বাউন্ডারি এবং ২টি ছক্কা ছিল ইনিংসে। ৩৪ বলে ৪৪ রান করেন জাকের আলি। ৩টি বাউন্ডারি ও ২টি ছক্কা মারেন তিনি। ওপেনার তানজিদ তামিম ২১ রান করেন। মাহমুদউল্লাহ ৯ ও রিশাদ ৬ রানে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ের মুজারাবানি ১৪ রানে ৩টি উইকেট লাভ করেন।  

প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ৮ ও ৬ উইকেটে জয়ী হয়।  

 

 

 

Link copied!