• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

হারের ম্যাচে পেলের পাশে নেইমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০৫:২৭ এএম
হারের ম্যাচে পেলের পাশে নেইমার
ছবিঃ গেটি ইমেজস

ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। কিন্তু সেই হারার ম্যাচেও দুর্দান্ত গোল করে পেলের সিংহাসনে ভাগ বসিয়েছেন নেইমার।

আগের ম্যাচেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল উৎসব করেছে ব্রাজিল। অথচ কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে একটি গোলও করতে পারলো না সেলেসাওরা। তাদের সামনে যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন ক্রোয়াট গোলরক্ষক।

ম্যাচের ১০৫তম মিনিটে সেই সেই প্রাচীর ভেঙে ব্রাজিলের পক্ষে গোল আদায় করলেন নেইমার। সেটা শুধু গোল নয়, যেন লাতিন ফুটবলের শিল্প। সতীর্থ পাকুয়েতার বাড়ানো বল নিয়ন্ত্রনে নিয়ে ক্রোয়াট গোলরক্ষককে কাটিয়ে যেভাবে লক্ষ্যভেদ করলেন সেটা চোখে লেগে থাকবে অনেক দিন।

তবে এটা শুধু চোখে লেগে থাকার মতো গোল নয়। এই গোলেই ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেলের সঙ্গে সিংহাসন ভাগ করে নিয়েছেন নেইমার।

অস্ট্রিয়ার বিপক্ষে ১৯৭১ সালে প্রীতি ম্যাচে পেলে নিজের শেষ গোলটি করেছিলেন ।  নেইমার তাকে ছুঁলেন ৫১ বছর পর । নেইমার যেখানে ১২৪ ম্যাচ খেলে ৭৭ গোল করেছেন। সেখানে ৩২ ম্যাচ কম খেলেই এই সংখ্যক গোল করেছিলেন।

Link copied!