• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

লিওনকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিতে জাপানের উরাওয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩, ০৪:০০ পিএম
লিওনকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিতে জাপানের উরাওয়া
জাপানের উরাওয়ার পক্ষে একমাত্র গোলটি করছেন আলেক্স শাল্ক

জাপানের উরাওয়া রেড ডায়মন্ডস ফিফা ক্লাব বিশ্বকাপে মেক্সিকোর লিওনকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। শেষচারে তারা মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির।

শুক্রবারের এই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামার মাত্র পাঁচ মিনিটের মাথায় ডাচ ফরোয়ার্ড অ্যালেক্স শাল্ক গোল করলে এগিয়ে যায় এশিয়ান চ্যাম্পিয়ন উরাওয়া। ৭৮ মিনিটে গোলটি করেন তিনি।

মেক্সিকান দল লিওনের অধিনায়ক উইলিয়াম টেসিলো দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটের সময় লাল কার্ড পেয়ে মাঠ ত্যাগ করলে দলের পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। 

মঙ্গলবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সিটির বিপক্ষে খেলবে জাপানের উরাওয়া।

শুক্রবার দ্বিতীয় রাউন্ডের অপর এক ম্যাচে আফ্রিকান চ্যাম্পিয়ন মিশরের আল আহলি ৩-১ গোলের সহজ ব্যবধানে সৌদি ক্লাব আল-ইত্তিহাদকে পরাজিত করে। করিম বেনজেমা, এন’গোলো কান্তে ও ফ্যাবিনহোর মতো তারকাখচিত দল হয়েও আল-ইত্তিহাদ ম্যাচে সুবিধা করতে পারেনি। সোমবার প্রথম সেমিফাইনালে তারা খেলবে ব্রাজিলের ফ্লুমিনেন্স দলের বিপক্ষে।

বিরতির আগে আল-ইত্তিহাদের বেনজেমা পেনাল্টি পেয়েও গোল করতে না পারায় দলের পক্ষে সমতা আনার সুযোগ নষ্ট হয়। আল আহলির গোলকিপার মোহাম্মদ এল শেনাউই দারুণভাবে দলকে রক্ষা করেন। এরআগে, আলী মাউলের স্পট কিক আল আহলিকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে হুসেইন এল শাহাত ও এমাম আশুরের গোলে আল আহলি ৩-০ গোলে এগিয়ে যায়। ফরাসী তারকা বেনজেমা অবশ্য ম্যাচের ইনজুরি সময়ে একটি গোল করলে ব্যবধান কিছুটা কমে। তবে তা দলের পরাজয় রোধ করতে পারেনি।

 

Link copied!