• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশের মেয়েদের সিঙ্গাপুর যাত্রা স্থগিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১২:২৬ পিএম
বাংলাদেশের মেয়েদের সিঙ্গাপুর যাত্রা স্থগিত

প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি দেশ ছাড়ার কথা ছিল সাবিনা-কৃষ্ণাদের।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, সিঙ্গাপুর ম্যাচটি খেলার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে। ফেডারেশনের মিডিয়া বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিয়ে বলা হয়েছে, "বাফুফে মার্চের ফিফা উইন্ডোতে সিঙ্গাপুর নারী ফুটবল দলের সঙ্গে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে আয়োজনের চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের মাটিতে ।"

মূলত দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রথমটা অনুশীলন ও দ্বিতীয়টা প্রীতি ম্যাচ। বাফুফে চেষ্টা করেছিল দুটিই প্রীতি ম্যাচ খেলার জন্য কিন্তু সিঙ্গাপুর রাজি হয়নি। এবার সিঙ্গাপুর যাত্রাই স্থগিত হলো।

এদিকে, কম্বোডিয়ার সঙ্গে আরও দুটি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। শেষ পর্যন্ত কম্বোডিয়া রাজি হলে চলতি বছরের মার্চে ঢাকায় হতে পারে ম্যাচ দুটি।

Link copied!