• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

নেশনস কাপ সাইক্লিংয়ে আর্চিবল্টের তৃতীয় স্বর্ণ জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০৫:৫২ পিএম
নেশনস কাপ সাইক্লিংয়ে আর্চিবল্টের তৃতীয় স্বর্ণ জয়
কেটি আর্চিবল্ট । ছবি : সংগৃহীত

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং চারবারের ইউরোপিয়ান বিজয়ী ব্রিটেনের কেটি আর্চিবল্ট কানাডায় ট্র্যাক নেশনস কাপ সাইক্লিংয়ের তৃতীয় দিনে অমনিয়াম জিতেছেন। যা ইভেন্টটিতে এই নারী সাইক্লিস্টের তৃতীয় স্বর্ণপদক জয়।

৩০ বছর বয়সী আর্কিবল্ড পয়েন্ট রেসে আরও ১১ যোগ করার আগে সর্বাধিক ১২০ পয়েন্ট অর্জন করতে স্ক্র্যাচ, টেম্পো ও এলিমিনেশন রেস জিতেছেন।

তিনবারের অলিম্পিক পদকজয়ী আর্কিবল্ট রৌপ্যপদক জয়ী ইতালির লেটিজিয়া প্যাটারনোস্টারের থেকে ২০ পয়েন্ট এগিয়ে থাকেন।

আর্কিবল্ড শুক্রবার এবং শনিবার টিম পারসুইট এবং ম্যাডিসনে স্বর্ণপদক জিতেছেন।

পুরুষদের স্প্রিন্টে নেদারল্যান্ডসের হ্যারি লাভরেসেন স্বর্ণপদক জিতেছেন। নিউজিল্যান্ডের এলেসে অ্যান্ড্রুস মহিলাদের কেইরিন জিতেছেন।

 

 

Link copied!