উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বাজারের ভেতরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাজারে আতঙ্ক সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার পর প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরিস্থিতির অবনতি হলে পরে আরও দুটি ইউনিট যোগ দেওয়া হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।




































