আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের মেয়েদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১১:০৩ পিএম
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বের চার ম্যাচেই জয়ের প্রভাব পড়েছে আইসিসি টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে—ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই এগিয়েছেন লাল-সবুজের ক্রিকেটাররা।

ব্যাট হাতে দলের নেতৃত্ব দিচ্ছেন ওপেনার শারমিন আক্তার। চার ইনিংসে ১৫৬ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি হাফ সেঞ্চুরির সুবাদে টি–টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫ নম্বরে উঠেছেন শারমিন।

ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে সোবহানা মোস্তারিরও। বাছাইপর্বে টানা চারটি কার্যকর ইনিংস খেলে—যেখানে সর্বনিম্ন রান ২৭—তিনি ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৫২ নম্বরে জায়গা করে নিয়েছেন।

এ ছাড়া একই তালিকায় আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস এক ধাপ এগিয়ে যৌথভাবে ১৫ নম্বরে উঠেছেন। নেদারল্যান্ডসের ব্যাটার স্টারা ক্যালিস ছয় ধাপ উন্নতি করে ৪৮ নম্বরে অবস্থান করছেন।

বোলারদের টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও সুখবর আছে বাংলাদেশের জন্য। লেগ স্পিনার রাবেয়া খান এক ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠেছেন। বাছাইপর্বে প্রথম চার ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। ফাহিমা খাতুন ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০ নম্বরে।

অন্যদের মধ্যে স্কটল্যান্ডের তরুণ ক্যাথরিন ফ্রেজার ১৭ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৪ নম্বরে এবং থাইল্যান্ডের স্পিনার সুনিদা চাতুরংগ্রাটানা ৯ ধাপ উন্নতি করে যৌথভাবে ৪৬ নম্বরে অবস্থান করছেন।

অলরাউন্ডারদের তালিকায়ও বড় লাফ দিয়েছেন ক্যাথরিন ফ্রেজার। ব্যাট ও বল—দুই বিভাগেই অবদান রেখে সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে তিনি ৩৯ ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন।

Link copied!