ভারত থেকে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সরানোর অনুরোধ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কেন গ্রহণ করেনি—এই প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পি। তবে পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি মুছে ফেলেন তিনি।
যদিও পোস্টটি মুছে দেওয়া হয়, এর আগেই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে অন্য একজনের পোস্টে মন্তব্য করে গিলেস্পি জানান, আইসিসিকে প্রশ্নবিদ্ধ করা সেই পোস্ট কেন সরিয়ে ফেলতে বাধ্য হয়েছেন।
প্রসঙ্গত, নিরাপত্তাজনিত শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ সরকার ভারতে ক্রিকেট দল পাঠাতে অনীহা প্রকাশ করে এবং আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায়। তবে নিয়ন্ত্রক সংস্থা সেই আবেদন নাকচ করে জানায়, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। সরকার সিদ্ধান্তে অনড় থাকায় ২৪ জানুয়ারি আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় আইসিসি।
আইসিসির এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অতীতে ভারত ও পাকিস্তানের ম্যাচের ভেন্যু পরিবর্তনের অনুরোধে সাড়া দিলেও বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন অবস্থান নেওয়ায় আইসিসির সমালোচনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। এমনকি সংস্থাটির দ্বিমুখী নীতির প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের বিষয়টি নিয়েও ভাবছে তারা।
এই প্রেক্ষাপটেই গিলেস্পি এক্সে লেখেন, “বাংলাদেশ কেন ভারতের বাইরে তাদের ম্যাচ খেলতে পারেনি, সে বিষয়ে আইসিসি কি কোনো ব্যাখ্যা দিয়েছে? আমার মনে আছে, ভারত পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে অস্বীকার করেছিল এবং সে ক্ষেত্রে তাদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। কেউ কি এর যুক্তিসংগত ব্যাখ্যা দিতে পারেন?”
আইসিসির দ্বিমুখী অবস্থান নিয়ে করা ওই পোস্টটি কিছুক্ষণ পরই মুছে দেন গিলেস্পি। পরে তিনি অন্যান্য বিষয় নিয়ে পোস্ট করলেও বাংলাদেশ, ভারত–পাকিস্তান কিংবা আইসিসি প্রসঙ্গে আর কিছু লেখেননি। এরই মধ্যে ‘ক্রিকফলো’ নামের
একটি এক্স পেজ গিলেস্পির মুছে দেওয়া পোস্টের স্ক্রিনশট প্রকাশ করে তাঁকে ট্যাগ করে প্রশ্ন তোলে—কেন পোস্টটি মুছে দেওয়া হলো?






























