• ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২, ২০ মুহররম ১৪৪৬

এই বর্ষায় ফুল গাছের যত্নে কী কী করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৩, ০৫:২৩ পিএম
এই বর্ষায় ফুল গাছের  যত্নে কী কী করবেন

বর্ষায় প্রকৃতির আসল রূপ ধরা পড়ে। কারণ বৃষ্টির পানিতে চারদিক থাকে সবুজ ও সতেজ। বর্ষায়ই ফোটে বেলি, জুঁই, টগর, দোলনচাঁপা, কামিনী আর স্পাইডার লিলি। আরও আছে সুগন্ধি গন্ধরাজ আর রজনীগন্ধা। কাঠগোলাপ, অপরাজিতা, দোপাটি, নয়নতারা, জবাও বর্ষার ফুল। জলজ ফুল শাপলাও ফোটে বর্ষায়। কদম আর বকুলও এই মৌসুমের দারুণ দুটি ফুল। যেসব গাছ বারান্দায় লাগবেন বা লাগিয়েছেন। চলুন এক নজরে নেব কীভাবে যত্ন নেবেন-

  • প্রত্যেকটি গাছের জন্য অবশ্যই চাই অন্তত একবেলা রোদ।
  • দোআঁশ বা বেলে-দোআঁশ মাটি এবং পচা গোবর সমান পরিমাণে মিশিয়ে নিন। এসব গাছের জন্য এ মাটিই উপযুক্ত।
  • গাছ লাগানোর সময় সতর্ক থাকুন, যাতে গোড়া নড়ে না যায়। বিশেষত কাটিং থেকে করা চারার ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে।
  • সব গাছের জন্য অন্তত একবেলা রোদ প্রয়োজন হয়। ছাদে রাখতে পারেন কিছুক্ষণ। তবে গাছ লাগানোর পর প্রথম এক সপ্তাহ পর্যন্ত ছাদে, অর্থাৎ পূর্ণ রোদে রাখাই ভালো। এক সপ্তাহ পর বারান্দায় রাখা যেতে পারে।
  • এক মাস পর থেকে প্রতি মাসে একবার করে সার দিতে হবে। এ সময় শর্ষের খইল ভেজানো পানি, জৈবসার প্রয়োগ করতে পারেন।
  • সারের বিকল্প হিসেবে গাছের পাতায় প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে পারেন দেড়-দুই মাস পর পর।
  • মাসে একবার পাতায় মাকড়নাশক স্প্রে করা ভালো।
  • গাছের গোড়ায় পানি জমতে দেবেন না।
  • ফুলদানির পানি তিন দিনের মধ্যেই বদলে দিন।
Link copied!