• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

ছেলেদের কয়েকটি হেয়ারস্টাইল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০১:০৭ পিএম
ছেলেদের কয়েকটি হেয়ারস্টাইল

রূপচর্চা শুধুমাত্র নারীদের জন্যই নয়। ছেলেদের জন্যও প্রজোয্য। কারণ পৃথিবীর সকল সুন্দর সবার জন্যই। অবশ্য আগেরকার সময়ের তুলনায় রূপচর্চা ও সৌন্দর্যচর্চায় এসেছে অনেক পরিবর্তন। ফ্যাশন দুনিয়ায় ছেলেরাও এগিয়ে রয়েছে অনেকখানি। পোশাক, চুল, ত্বক সবদিকেই রয়েছে তাদের নজরকাড়া সৌন্দর্য। চলুন আজ জানিয়ে দেব ছেলেদের কিছু চুলের ফ্যাশন সম্পর্কে-

গোলাকার
এমন কোনো হেয়ার স্টাইল নির্বাচন করা উচিত নয়, যাতে পুরো মাথাটি আরও গোলাকার দেখায়। আর চুল কাটার সময় খেয়াল রাখতে হবে, যেন কানের দুই পাশের অংশ একটু চাপা দেখায়। মাথার ওপরের ও সামনের অংশের চুল অপেক্ষাকৃত বড় ও খাড়া রাখতে হবে।

ত্রিভুজাকার
মুখের ত্রিভুজাকার আকৃতিকে হার্ট শেপও বলা যায়। সরু চিবুক আর চওড়া কপাল হলে তাকে ত্রিভুজাকার মুখ বলা হয়। মাথার পেছনের চুল একটু বড় ও ফুলানো থাকলে ভালো হয়।

ডিম্বাকৃতি
বেশির ভাগ হেয়ার স্টাইলই ডিম্বাকৃতি মুখমণ্ডলের সঙ্গে মানিয়ে যায়।

হীরক আকৃতি
এটিকে ডায়মন্ড শেপ বলে। এই মুখের অধিকারীদের গালের হাড় বেশ চওড়া হয়। তাই হেয়ার স্টাইল নেওয়ার সময় কপাল ও থুতনির সঙ্গে সামঞ্জস্য রেখে এমন চুলের স্টাইল নিতে হবে, যাতে গালের হাড় ছোট দেখায়। কপালের ওপরের চুলগুলো ব্যাংগস করে কেটে রাখা যেতে পারে।

আয়তাকার
আয়তাকার বা ডিম্বাকার মুখ সাধারণত লম্বাটে ও বড় দেখায়। তাই এমন হেয়ার স্টাইল নির্বাচন করা উচিত, যেন মুখটি যত দূর সম্ভব ছোট দেখানো যায়। লেয়ার হেয়ার কাটিং আয়তাকার মুখের জন্য সবচেয়ে ভালো নির্বাচন।

Link copied!