বছর দশেক আগে এবি ডি ভিলিয়ার্সের চোখ কচলে দেখার মতো ইনিংসে ছোট্ট রেকর্ডটা চাপাই পড়ে গিয়েছিল। ৪৪ বলে কেউ যদি ১৪৯ রান করে ফেলেন, যে পথে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়ে ফেলেন ৩১ বলে, ৯ চারের বিপরীতে ছক্কা মারেন ১৬টি – ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাণ্ডব চালানো ওই ইনিংসে ফিফটিটাও যে ১৬ বলে করে ফেলেছিলেন ডি ভিলিয়ার্স, সে রেকর্ডটা আর আলাদা করে গুরুত্ব পায় না।
সেই রেকর্ডটা এবার সামনে চলে এল ম্যাথিউ ফোর্ডের কারণে। ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ছুঁয়ে ফেলেছেন ডি ভিলিয়ার্সের ওয়ানডেতে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড। ১৬ বলে ১ চার আর ৮ ছক্কায় করে ফেলেছেন ফিফটি।
তবে ফিফটির রেকর্ডে ভাগাভাগি হলেও আরেকটি রেকর্ডে নিজেকে অনন্য করে তুলেছেন ম্যাথিউ ফোর্ড। শেষ পর্যন্ত ১৯ বলে ২ চার ৮ ছক্কায় ৫৮ রান করে আউট হয়েছেন তিনি। অর্থাৎ ৫৬-ই তুলেছেন চার আর ছক্কা মেরে – ইনিংসে মোট রানের ৯৬.৫৫ ভাগ! পঞ্চাশোর্ধ্ব ইনিংসে বাউন্ডারি থেকে পাওয়া রানের হিসেবে এটিই সর্বোচ্চ। এর আগে ওয়েস্ট ইন্ডিজেরই আন্দ্রে ফ্লেচার ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৫২ রানের পথে ৫০ (৯৬.১৫ ভাগ) তুলেছিলেন চার-ছক্কায়।