• ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ জ্বিলকদ ১৪৪৬

বজ্রপাত থেকে বাঁচতে যা করবেন না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৬:০৬ পিএম
বজ্রপাত থেকে বাঁচতে যা করবেন না
ছবি: সংগৃহীত

বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ। যা থেকে প্রতি বছর অনেক প্রাণহানির ঘটনা ঘটে। সাধারণত মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর-অক্টোবর মাসে বজ্রপাতের পরিমাণ বেশি দেখা যায়। খোলা মাঠ, উঁচু স্থান বা ভেজা পরিবেশে অবস্থানরত ব্যক্তিরা বজ্রপাতের সময় বেশি ঝুঁকির মধ্যে থাকেন। তাই এ সময় সচেতনতা এবং সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। নয়তো নিমিষেই শেষ হতে পারে মূল্যবান জীবন।

বজ্রপাত মূলত হয় মেঘের মধ্যকার বৈদ্যুতিক চার্জের সংঘর্ষ থেকে। আকাশে যখন গাঢ় কালো মেঘ জমে এবং সেই মেঘগুলোর মধ্যে ঋণাত্মক ও ধনাত্মক বৈদ্যুতিক চার্জ তৈরি হয়, তখন এই চার্জগুলো ভারসাম্যহীন হয়ে পড়ে। তখনই ঘটে বজ্রপাত। অনেক সময় এই বিদ্যুৎ মাটির দিকেও ছুটে আসে। যার ফলে ঘটে প্রাণঘাতী দুর্ঘটনা।

বজ্রপাতের সময় কিছু নির্দিষ্ট স্থান এবং ব্যক্তি বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন। যেমন:।খোলা মাঠে থাকা (ধানক্ষেত, ফুটবল মাঠ, চরাঞ্চল), নদীতে নৌকায় অবস্থান করা, উঁচু গাছ বা খুঁটির নিচে অবস্থান, ধাতব বস্তু বহন করা (ছাতা, মোবাইল, সাইকেল), ছাদে বা খোলা বারান্দায় অবস্থান, মোবাইলে কথা বলা বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করলে ঝুঁকি বাড়ে। তাই বজ্রপাত থেকে বাঁচতে এখনই সতর্ক হোন।

আকাশে মেঘ দেখা দিলে সতর্ক থাকুন

বজ্রপাতের পূর্বে সাধারণত আকাশে ঘন কালো মেঘ দেখা যায় এবং বজ্রধ্বনি শোনা যায়। এ সময় খোলা জায়গা থেকে দ্রুত নিরাপদ স্থানে চলে যান।

খোলা মাঠ বা উঁচু জায়গায় না থাকুন

বজ্রপাতের সময় খোলা মাঠ, চর, উঁচু ঢিবি বা পাহাড়ি এলাকায় অবস্থান করা বিপজ্জনক। এমন জায়গায় থাকলে সঙ্গে সঙ্গে নিচু জায়গায় চলে যান বা পা জোড়া করে বসে পড়ুন।

গাছের নিচে আশ্রয় না নেওয়া

অনেকেই বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় নেন। যা মারাত্মক ভুল। গাছ উচ্চতা ও পানি পরিবাহী গঠন থাকার কারণে বিদ্যুতের প্রবাহে সহায়ক।

নিরাপদ স্থানে আশ্রয় নিন

পাকা দালান বা যানবাহনের ভিতরে অবস্থান করুন।যদি আশেপাশে কোনো ঘর না থাকে, তাহলে গুটিশুটি হয়ে বসে পড়ুন এবং পা দুটি একসঙ্গে রাখুন।

ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকুন

বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার করা, টিভি দেখা, কম্পিউটার চালানো বিপজ্জনক। এসব যন্ত্র থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়ে শরীরে আঘাত করতে পারে।

ধাতব বস্তু ব্যবহার থেকে বিরত থাকুন

ছাতা, সাইকেল, বাইসাইকেল, লোহার যন্ত্রপাতি ইত্যাদি বজ্রপাত আকর্ষণ করতে পারে। এগুলো ব্যবহার না করে নিরাপদে বসে থাকুন।

বজ্রপাত চলাকালে গোসল করবেন না

বজ্রপাতের সময় পানির সংস্পর্শে থাকা বিপজ্জনক হতে পারে। বাসায় থাকলেও গোসল, হাত ধোয়া, রান্না করা বা পানির কল ব্যবহার করা থেকে বিরত থাকুন।

মনে রাখবেন, সচেতনতা ও কিছু সাধারণ নিয়ম মেনে চললে বজ্রপাতের মতো বিপদ থেকে সহজেই বাঁচা সম্ভব।

Link copied!