• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

অফিসে নিজের টেবিল সাজিয়ে রাখুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০২:৩৬ পিএম
অফিসে নিজের টেবিল সাজিয়ে রাখুন

বেশিরভাগ মানুষের পুরো সময়ের এক তৃতীয়াংশই কাটাতে হয় অফিসে কাজের টেবিলে। আর সেই টেবিলটি যদি পরিপাটি ও নান্দনিকভাবে গোছানো থাকে তাহলে সারাদিনের কাজে মনোনিবেশ করা যায় নিবিষ্টভাবে। হালকা থাকে মেজাজও। চলুন তাহলে দেখে নিই কেমন হতে পারে আপনার অফিস টেবিলটি—

  • সবার আগে কাজের জায়গাটি পরিষ্কার রাখুন। নিজের মন মতো করে সাজিয়ে নিন আনুষঙ্গিক সবকিছু। টেবিলের একপাশে সুন্দর একটি দিনপঞ্জি রাখতে পারেন।
  •  সব জিনিস একসঙ্গে না মিলিয়ে আলাদা ড্রয়ারে রাখুন। জেমস ক্লিপ, স্টেপলার পিন, বোর্ড পিনের মতো ছোট জিনিসগুলো একটা বক্সে রাখুন। একইভাবে খাম, কলম, মার্কার কাঁচি, রঙিন ফিতা, র‌্যাপিং পেপার, আলাদা করে হাতের কাছে রাখুন।
  • অফিসের জরুরি কাগজ বা ফাইল খুঁজে পেতে ব্যবহার করতে পারেন লেবেল মার্ক।
  • প্রয়োজনীয় কাগজ গুছিয়ে নির্দিষ্ট ফাইলে রাখুন। টেবিলের ওপর অপ্রয়োজনীয় কাগজপত্র জমতে দেবেন না।
  •  ডেস্কে বুলেটিন বোর্ড ব্যবহার করতে পারেন গুরুত্বপূর্ণ কাজের জন্য। কাজ শেষ হয়ে গেলে বোর্ড থেকে কাগজটা তুলে ফেলুন।
  •  ডেস্কের এককোণে ছোট একটি ইনডোর গাছ রাখুন। চাইলে রঙিন ফুলসহ ছোট্ট একটা ফুলদানিও রাখতে পারেন। এতে মন ভাল থাকবে।
  •  আপনার টেবিলে থাকা কম্পিউটার মনিটরটি আপনার চোখের সোজা রাখবেন। খেয়াল রাখবেন মনিটরটি যেন আনুমানিক ১৭ ইঞ্চি দূরে থাকে আপনার শরীর থেকে।
  • সর্বক্ষণ ব্যবহার হয় এমন দ্রব্যাদি হাতের নাগালের মধ্যে রাখুন।
  • কাজের জন্য ছোট ছোট তালিকা করে রাখুন।
  •  অফিসে প্রতিদিন ব্যবহৃত হয় এমন জিনিসগুলো এক জায়গায় রাখার চেষ্টা করবেন।
  • নিজের অফিসের টেবিলকে এভাবে গুছিয়ে নিলে আপনি আপনার কাজের মধ্যেও অনেক গোছানো হয়ে উঠবেন। 
Link copied!