যশোরের বাঘারপাড়া উপজেলার পড়ে থাকা জর্দার কৌটা তুলে জর্দার কৌটা খুলতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহাবক্স মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধের বাম হাতের দুটি আঙুল উড়ে গেছে।
সোমবার (১২ মে) সকালে বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের তৈলকূপ গ্রামে এ ঘটনা ঘটে। জাহাবক্স মোল্যা ওই গ্রামেরই ইজ্জতুল্লাহ মোল্যার ছেলে।
জাহাবক্স মোল্যা জানান, সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে নষ্ট হয়ে থাকা টিউবওয়েল মেরামত করছিলেন তিনি। এ সময় সেখানে জর্দার একটি কৌটা দেখে তা খুলতে যান। সঙ্গে সঙ্গে সেটি বিকট শব্দে তার হাতে বিস্ফোরিত হয়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, বিস্ফোরণে জাহাবক্স মোল্যার বাম হাতের দুটি আঙুল উড়ে গেছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুল ইসলাম বলেন, সকালের দিকে বাড়ির পরিত্যক্ত টিউবওয়েল মেরামতের কাজ করছিলেন জাহাবক্স মোল্যা। এ সময় টিউবওয়েলের গোড়ায় কালো স্কচটেপ দিয়ে মোড়ানো একটি কৌটা দেখতে পেয়ে সেটি খোলার চেষ্টা করলে তা বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন।