• ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৪:৫১ পিএম
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা।

সোমবার (১২ মে) দুপুর পৌনে ১২টার দিকে ভালুকা উপজেলার কাঠালী পল্লীবিদ্যুৎ এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এরপর সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের আশ্বাসে পৌনে ২টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছাড়েন।

শিল্প পুলিশ ময়মনসিংহ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আল মামুন সিকদার বলেন, রোর ফ্যাশন লিমিটেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। তবে বিষয়টি সমাধানে স্থানীয় প্রশাসনের আশ্বাসে ইতোমধ্যে মহাসড়ক অবরোধ থেকে শ্রমিকরা সরে গেছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। 

ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ বলেন, “রোর ফ্যাশনে শ্রমিকদের বকেয়া আদায়ে বিজিএমই গঠিত কমিটি সংশ্লিষ্ট শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেইসঙ্গে জেলা প্রশাসক ও জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির মাধ্যমে শ্রমিকদের পাওনা আদায়ে সব ধরনের প্রচেষ্টা চলমান আছে। ইতোমধ্যে শ্রম আইনে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে দুটি মামলাও করা হয়েছে। আশা করছি, দ্রুত শ্রমিকরা তাদের পাওনা বুঝে পাবে। সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।”   

অভিযোগ উঠেছে, শ্রমিকদের নেতৃত্ব দেওয়া একটি সুবিধাভোগী পক্ষ শ্রমিক অসন্তোষের বিষয়টি পুঁজি করে ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এ কারণেই জনভোগান্তির মতো ঝামেলার সৃষ্টি হচ্ছে। 

এই বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও রোর ফ্যাশনের সংশ্লিষ্ট শ্রমিকদের বক্তব্য জানা সম্ভব যায়নি। 

তবে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, “রোর ফ্যাশনের বকেয়া পাওনা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা চলছে। তবে বিষয়টি সমাধানে প্রশাসন তৎপর রয়েছে। আশা করছি, দ্রুত বিষয়টি সমাধান হবে।”

Link copied!