সিলেটের আদালতপাড়ায় আসামিদের ওপর হামলা ও ডিম নিক্ষেপ করেছে বাদী পক্ষের লোকজন।
সোমবার (১২ মে) দুপুরে মহানগর দায়রা জজ ভবনের ওপরে ও নিচে হাজতখানার সামনে এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, সরকার পতনের পর সিলেটের জকিগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আজ সোমবার ১৮ জন আসামি সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন।
আসামিদের মধ্যে জকিগঞ্জের সুলতানপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, লামারগ্রামের বাসিন্দা ও বিজিবির সোর্স আলী আহমদসহ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রয়েছেন। আদালত থেকে বের হওয়ার পথে হামলা ও ডিম ছুড়ে বাদী পক্ষের লোকজন। পরে আসামিদের ভবনের নীচে হাজতখানায় নিয়ে রাখার সময় আলী আহমদসহ কয়েকজনের ওপর আবার হামলার চেষ্টা করা হয়। বার বার পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের দিকে তেড়ে আসে লোকজন।
এ বিষয়ে জেলা কোর্ট ইন্সপেক্টর মো. জমশেদ জানান এজলাস থেকে আসামিদের নিয়ে যাওয়ার পথে হামলা করে বাদী পক্ষের লোকজন। পুলিশ বার বার ফেরানোর চেষ্টা করে। পুলিশের সঙ্গে তারা খারাপ ব্যবহার করে। ঘটনাটি খুবই দুঃখজনক।
উল্লেখ্য, এর আগে সরকার পতনের পর গত ২৪ আগস্ট প্রথমবার সিলেট আদালতে হামলার শিকার হন সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে ২৪ নভেম্বর সিটি করপোরেশনের কাউন্সিলর এ কে লায়েক, ২৮ নভেম্বর বিএনপি কর্মী বিলাল আহমদ হত্যা মামলার তিন আসামি, ১৯ ডিসেম্বর বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরুসহ কয়েকজন হামলার শিকার হন।