বাজার থেকে টাটকা ফুল দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন অনেকেই। কিন্তু দু-একদিন পর ফুলের সতেজতা কমে যায়। তখন আর দেখতে ভালো লাগে না। কীভাবে দীর্ঘদিন সাজানো ফুল সতেজ রাখা যায়, চলুন দেখে নিই—
- যে ফুলদানিতে ফুল রাখবেন, তা যেন পরিষ্কার থাকে। সেটা নিশ্চিত করতে হবে।
- ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। কাণ্ড কাটার সময় সমান সমান না কেটে ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তা হলে দীর্ঘদিন তাজা থাকবে।
- ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনো পাতা না থাকে, সেদিকে নজর রাখুন। না হলে ফুলে পচন তাড়াতাড়ি ধরবে।
- দুই টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, দুই চামচ চিনি ও আধা চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। এই মিশ্রণ ফুলগুলোকে বেশিদিন তাজা রাখবে।
- ফুলদানির পানি বদলে দিন দুই দিন পরপর। এতে ফুল শুকিয়ে না গিয়ে সতেজতা বাড়াবে।