• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

মুখের কালচে দাগ দূর করার ঘরোয়া উপায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৩, ০১:৪২ পিএম
মুখের কালচে দাগ দূর করার ঘরোয়া উপায়

ব্রণের হাত থেকে রেহাই পেতে অনেকেই নামী-দামি প্রসাধনীর পাশাপাশি ঘরোয়া কিছু টোটকাও ব্যবহার করে থকে। তবে সব ধরনের প্রসাধনী সকলের ত্বকের জন্য ভালো নয়। বিশেষত, যাদের ত্বকে ব্রণের সমস্যা রয়েছে, তাদের রূপচর্চার সামগ্রী নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকতে হয়। চলুন জেনে নিই কিছু টিপস—

  • ব্রণ বা চোট-আঘাতের দাগ হলে খুঁটবেন না, হাত লাগাবেন না বেশি। তা হলে কিন্তু দাগ চট করে মিলিয়ে যাওয়ার সম্ভাবনাও কমে যায়।
  • চোখের চারপাশটা বাদ দিয়ে মুখে বা গলার অন্যত্র প্রতি একদিন পরপর লেবুর রস আর জলের মিশ্রণ লাগিয়ে দেখতে পারেন। চলতে পারে লেবুর রস আর মধুর মিশ্রণও। লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে।
  • যদি আপনার ভিটামিন- ই তেলে কোনও অ্যালার্জি থাকে, তা হলে আলাদা কথা। না হলে দাগ-ছোপে সরাসরি তা ব্যবহার করে দেখতে পারেন। তবে যাদের ব্রণের ধাত আছে, তারা আমন্ড, সানফ্লাওয়ার সিডস, শুকনো অ্যাপ্রিকট ইত্যাদি রাখুন খাদ্যতালিকায়।
  • আলু খুব ভালো করে ধুয়ে ছেঁচে রস বের করে নিন। তারপর সরাসরি সেই রস লাগিয়ে নিন দাগ-ছোপে। মিনিট দশেক অপেক্ষার পর ধুয়ে ফেলতে পারেন। ফেস প্যাক বানানো যায় আলুর রস, মধু আর লেবুর রস দিয়েও।
  • অ্যালোভেরা জেল দাগ-ছোপ তাড়াতে খুব কার্যকর। সরাসরি অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নিয়ে ত্বকে লাগাতে পারেন। অ্যালোভেরা জেল, চিনি আর লেবুর রসের মিশ্রণ তৈরি করে লাগিয়ে নিন ত্বকে।
  • রাতে ঘুমাতে যাওয়ার আগে ময়েশ্চরাইজারের বদলে কয়েক ফোঁটা সুইট আমন্ড অয়েল ব্যবহার করে দেখুন, চোখে পড়ার মতো ভালো ফল পাবেন।
Link copied!