কাপড়ে দাগ লাগলে যেন দাগটা কাপড়ে নয় লেগেছে মনের মধ্যেই। আর সেই দাগ তুলতে ছুটে যায় কালঘাম। কেননা দাগের কারণে পছন্দের পোশাকটি আর পরার মতো থাকে না। তবে কিছু ঘরোয়া উপায়ে নিমিষেই দূর করা যেতে পারে জামা কাপড়ের কড়া দাগ। চলুন জেনে কিছু টিপস—
- কাপড়ে সুপ বা খাবার পড়ে লেগে গেলে হাতের কাছে ক্লাব সোডা বা সোডাপানীয় থাকলে তাতে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে দাগের উপর ঘষে নিলে দাগ অনেকটাই উঠে যাবে।
- সাদা বা হালকা রঙের কাপড়ে ঘাসের দাগ বসে গেলে সাদা টুথপেস্ট প্রথমে দাগের উপর কিছুটা দিয়ে নিন। এরপর ভেজা টুথব্রাশ দিয়ে দাগের উপর ঘষতে থাকুন। যতক্ষণ না পুরোপুরি দাগ উঠে যাচ্ছে ততক্ষণ। সবশেষে ডিটারজেন্ট দিয়ে কাপড়টি ধুয়ে ফেললেই দাগ চলে যাবে।
- কোনো ক্ষত থেকে রক্তের দাগ কাপড়ে লেগে গেলে কাপড়টি পানিতে ভিজিয়ে দাগের উপর লবণ ছড়িয়ে দিন। ভালোভাবে ঘষে নিলে লবণ দাগ দূর করতে সাহায্য করবে।
- ঘামের সাথে ধূলা ময়লা মিলে শার্ট বা টি-শার্টের কলারে দাগ হয়ে যায়। এই দাগ দূর করতে যেকোনো শ্যাম্পু নিয়ে কলারে লাগিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে। এরপর ভালোভাবে কাপড় ধুয়ে ফেলতে হবে।