• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

স্ট্রবেরি মকটেল বানিয়ে ফেলুন ঝটপট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ১২:৫৪ পিএম
স্ট্রবেরি মকটেল বানিয়ে ফেলুন ঝটপট

গরমে বাইরে থেকে এসে অনেক আয়োজন করে ঠান্ডা কিছু করে খেতে হবে ভেবে ডগডগ করে খালি পানি খাই আমরা। তার চেয়ে বরং ৩ মিনিটে স্বাস্থ্যসম্মত এই শরবতটি বানিয়ে খেতে পারেন। স্ট্রবেরি মকটেল বানাতে লাগবে মাত্র ৫টি উপকরণ—
 

যা যা লাগবে

স্ট্রবেরি ১০টি, পুদিনাপাতা ৫–৬টি, লেবুর রস ১ চা-চামচ, চিনি স্বাদমতো, ঠান্ডা সোডা ওয়াটার প্রয়োজনমতো।

যেভাবে বানাবেন

স্ট্রবেরি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। একটা হামানদিস্তা বা স্ম্যাশার নিন। এবার সোডা বাদে সব উপকরণ থেঁতো করে নিতে হবে। 

 

গ্লাসে দিয়ে ওপরে ঠান্ডা সোডা ঢেলে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।
 

Link copied!