• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ত্বকের যত্নে জাদুকরি ড্রাগন ফল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ০৫:২৯ পিএম
ত্বকের যত্নে জাদুকরি ড্রাগন ফল

ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, অ্যান্টি অক্সিজেন রয়েছে। যাদের হাড়ের কোনো সমস্যা আছে তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ড্রাগন ফল অত্যন্ত উপকারী। বাচ্চাদের ভিটামিন এ এবং বিটা ক্যারোটিনের চাহিদা পূরণ করে ড্রাগন। ড্রাগন ফল যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি ত্বকের জন্যও সমান উপকারী। এই ফলের ফেসপ্যাক ব্যবহার করলে মিলবে চমৎকার  উপকারিতা। চলুন জেনে নিই-

  • মুখের বিভিন্ন ধরনের দাগ তুলতে সাহায্য করে ড্রাগন ফল। দীর্ঘদিন ত্বকের যত্নে এই ফল ব্যবহার করলে মুখে প্রাকৃতিকভাবেই উজ্জ্বলতা আসে।
  • ড্রাগন ফলে হাইড্রেটিং বৈশিষ্ট্য থাকার কারণে ত্বক ময়েশ্চারাইজড হয়। ফলে ত্বক থাকে নরম ও কোমল।
  • ড্রাগন ফলে ভিটামিন বি৩ রয়েছে যা রোদে পোড়া ত্বকের যত্নে অতুলনীয়। এছাড়া রোদের অতিবেগুনি রশ্মির কারণে সৃষ্ট  প্রদাহ, লালভাব এবং চুলকানি থেকে পরিত্রাণ করে।
  • ড্রাগন ফল ব্রণ কমাতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভাঙতে বাধা দেয় এবং এটিকে আরও স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখে।
  • ড্রাগন ফলে থাকা ভিটামিন সি নিস্তেজ ত্বকে প্রাণ ফেরায়। ত্বক সতেজ এবং পুনরুজ্জীবিত করতে এই ফলের ফেস প্যাক নিয়মিত ব্যবহার করুন।
  • ড্রাগন ফলের প্রদাহরোধী গুণ রয়েছে। এগুলো ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে।
  • এই ফলটি ত্বক স্ক্রাব করতেও কাজ করে। ফলে সহজেই ত্বকের মৃত কোষ দূর করে ত্বকের জমে থাকা ময়লা দূর করে।

যেভাবে ব্যবহার করবেন 
 

  • ড্রাগন ফল চটকে তুলার সাহায্যে সরাসরি ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • ব্লেন্ড করে টক দই মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • বেসন, গোলাপজল এবং কাঁচা দুধ মিশিয়ে নিন ড্রাগন ফলের পেস্টের সঙ্গে। ত্বকে ২০ মিনিটের জন্য লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
Link copied!