• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

চোরাই মোটরসাইকেল ও ইজিবাইকসহ গ্রেপ্তার ৮


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৮:৪৬ পিএম
চোরাই মোটরসাইকেল ও ইজিবাইকসহ গ্রেপ্তার ৮

মাগুরায় চোরাই মোটরসাইকেল ও ইজিবাইকসহ আন্তজেলা চোর চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে মাগুরা সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানানো হয়। 

সম্মেলনে পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, সম্প্রতি মাগুরায় কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনায় দুটি মামলা হয়। অভিযোগের সূত্র ধরে মাগুরাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই ৪টি মোটরসাইকেল ও ১টি ইজিবাইকসহ আন্তজেলা চোর চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তাররা হলেন ফরিদপুরের কাশিমবাদ এলাকার পরিমল রংদারের ছেলে সজীব রংদার (২৮), ফরিদপুরের বসুনর সিংহদীয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে নুর মোহামদ (৩১), ফরিদপুরের চর বাংরাইল এলাকার মাজেদ শেখের ছেলে মনোয়ার শেখ (২৩), ফরিদপুরের ঘন শ‌্যামপুর এলাকার অজিত মল্লিকের ছেলে আসিফ মল্লিক (২২), ফরিদপুরের পরানপুর এলাকার মোতালেব শিকদারের ছেলে রাব্বি শিকদার (২১), ফরিদপুরের বাহির চর এলাকার জয়নাল মন্ডলের ছেলে আবু হানিফ হিমেল, পাবনা জেলার বাঁশপাড় এলাকার আলম খার ছেলে রবিউল হোসেন (১৬) ও পাবনার চরমানিকদির আফজাল শেখের ছেলে আলিম হোসেন (২৩)।

উদ্ধারকৃত মোটসাইকেলের মধ‌্যে রয়েছে ১টি পালসার ১৫০ সিসি, ৩টি ডিসকভার ১১০ সিসি, ১টি ডিসকভার ১০০ সিসি ও ১টি ১২৫ সিসি মডেলের ডিসকভার মোটরসাইকেল। 

এ ছাড়া মাগুরা সদরের বরুনাতৈল এলাকার আসাদ বিশ্বাসের ছেলে মো. জনির (২৪) হেফাজত থেকে ১টি ইজিবাইক উদ্ধার করে পুলিশ।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

Link copied!