• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫ 


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৬:২৬ পিএম
বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫ 

বরগুনার তালতলী উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এদে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা শহর এলাকায় বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুনপন্থী নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহিদুল হকের নেতৃত্বে বিএনপির একটি অংশ তালতলীর ফরাজী মেডিকেলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। এ সময় মাহবুবুল আলম মামুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ওই স্থান অতিক্রম করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে ২০ জনকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষের সময় বাজার এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও নৌবাহিনী লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বলেন, “দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় ছিল, যার কারণে উত্তেজনা সৃষ্টি হয়। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।”

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, “আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।”

প্রসঙ্গত, এর আগে রোববার (২৯ জুন) এক আম ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেন মাহবুবুল আলম মামুন। তারই প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধনের আয়োজন করেন শহিদুল হকপন্থী নেতাকর্মীরা। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

Link copied!