• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৪:২০ পিএম
সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহম্মদ ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (১ জুলাই) মুন্সীগঞ্জের ১ নম্বর আমলী আদালতের বিচারক আশিকুর রহমান এ আদেশ দেন।

এদিন সকালে ফয়সাল বিপ্লবকে আদালতে তোলা হলে তার আইনজীবীরা জামিনের আবেদন করে। অন্যদিকে, পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাবেক এমপির পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট শাহিন মো. আমানুল্লাহ ও হাসান মৃধা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন কোর্ট ইন্সপেক্টর ছাড়াও পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম ও এপিপি নুর হোসেন।

রিমান্ড মঞ্জুর শেষে ফয়সাল বিপ্লবকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এর কিছু পরেই আদালত এলাকায় তার ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতা ব্যানারে এ বিক্ষোভ থেকে শান্তিপূর্ণ মুন্সীগঞ্জে ৪ আগস্টের সহিংসতার জন্য তাকে দায়ী করা হয়।

গত ২২ জুন রাতে রাজধানীর মনিপুরী পাড়া থেকে গ্রেফতার করা হয় ফয়সাল বিপ্লবকে। পরের দিন তাকে ঢাকার আদালতে তোলা হয়৷ গত ৩০ জুন তাকে মুন্সীগঞ্জ কারাগারে আনা হয়।

মুন্সীগঞ্জে গত বছরের ৪ আগস্টের সহিংসতায় তিন জন প্রাণ হারান। এ তিন হত্যার ঘটনায় তিনটি হত্যা মামলা হয়েছে। পাশাপাশি আরও দুটি হত্যার চেষ্টা মামলা হয়। এসব মামলার অন্যতম প্রধান আসামি ফয়সাল বিপ্লব।

Link copied!