• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ছানার জিলাপি যেভাবে বানাবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ১০:৪১ এএম
ছানার জিলাপি যেভাবে বানাবেন

 মিষ্টি- ছানার কদর নেই কোথায়? আর ছানা থাকলে মিষ্টি জিনিস বানাতে বেশি চিন্তার দরকার হয়না। তাইতো
ইফতারিতে স্বাদ বদলে জিলাপির বদলে বানিয়ে ফেলুন ছানার জিলাপি।
চলুন তবে দেখে নেওয়া যাক রেসিপি টি –

 

যা যা লাগবে

  • ছানা ১ কাপ
  • সুজি ১ টেবিল চামচ
  • ময়দা ১ টেবিল চামচ
  • বেকিং সোডা সিকি চা-চামচ
  • গুঁড়া দুধ ১ টেবিল চামচ 
  • কর্নফ্লাওয়ার ১ চা-চামচ
  • তেল   পরিমাণমতো
  • শিরার উপকরণ—চিনি দেড় কাপ, পানি ২ কাপ, জাফরান ও এলাচিগুঁড়া সামান্য।


যেভাবে বানাবেন
সুজি ১ চা-চামচ পানিতে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। চিনি, পানি ও দারুচিনি ফুটিয়ে শিরা তৈরি করে নিন।একটি পাত্রে ছানার সঙ্গে সুজি, ময়দা, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালোভাবে মথে ছোট ছোট ভাগ করুন। এবার দুই হাতের তালুর সাহায্যে একটি করে ভাগ নিয়ে লেচি তৈরি করুন। এরপর সেটি প্যাঁচ দিয়ে জিলাপির আকৃতি দিন। এ রকম করে সব কটি বানিয়ে নিন।চুলায় একটি কড়াইতে তেল গরম হতে দিন। গরম হলে তাতে জিলাপি ভেজে তুলুন। চুলার আঁচ মৃদু রাখবেন। ভাজা হলে তুলে নিন। ভাজা জিলাপিগুলো সামান্য ঠান্ডা করে চিনির শিরায় ভেজান। ঘণ্টা দুই শিরায় রেখে তারপর পরিবেশন করুন। 

Link copied!