• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

রূপচর্চায় পেঁয়াজের যত ব্যবহার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২, ০৭:০৫ পিএম
রূপচর্চায় পেঁয়াজের যত ব্যবহার

রূপচর্চায় ঘরোয়া প্রতিকারই সেরা। রান্নাঘরে থাকা কিছু উপাদান দিয়ে রূপচর্চা করা যায় সহজেই। বিশেষ করে পেঁয়াজ দিয়ে রূপচর্চার সাতকাহন পূরণ সম্ভব। চুলের যত্নে পেঁয়াজে রসের উপকারিতা সবার জানা। সঙ্গে ত্বকেরও যত্ন নেয় পেঁয়াজ। বলা যায়, প্রাকৃতিক উপায়ে ত্বক ও চুল ভালো রাখতে পেঁয়াজের উপর ষোলআনা ভরসা রাখা যায়। 

কম-বেশি সব রান্নাতেই পেঁয়াজ ব্যবহার হয়। সেই পেঁয়াজ থেকেই কিছুটা তুলে রাখুন রূপচর্চার জন্যে। ব্যস, এটুকু দিয়েই সেরে নিবেন রূপচর্চা। একদিন ত্বকের যত্ন নিবেন। আরেকদিন চুলে লাগিয়ে নিবেন। বাড়তি ধকলও হবে না। চলুন দেখে নেই কীভাবে পেঁয়াজ দিয়ে রূপচর্চা করা যাবে।

  • কাঁচা পেঁয়াজ ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে। ত্বককে কোমল করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও সালফার ত্বকের জন্য উপকারী। শুধু পেঁয়াজ কেটে এক টুকরো মুখে ঘষে নিন। কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেয়ে যাবেন সুন্দর ত্বক। 
  • কাঁচা পেঁয়াজ শুধু মুখে লাগিয়েই নয়, খেয়েও উপকার পাবেন। বিশেষজ্ঞরা জানান, কাঁচা পেঁয়াজ খেলে  রক্ত পরিস্কার হয়।
  • পেঁয়াজের রস মুখে লাগালে সূর্য-র আলট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা পায় ত্বক। এতে রয়েছে ভিটামিনি এ, সি ও ই। যা ত্বককে মোলায়েম করে।
  • তুলোর সাহায্যে পেঁয়াজের রস ও নারকেল তেল মিশিয়ে মুখে মেখে নিন। বয়সের ছাপ পড়বে না। ত্বক কুঁচকে যাবে না। ত্বক টানা টান থাকবে। 
  • মুখের কালো দাগ দূর করতেও পেঁয়াজের জুড়ি নেই। হলুদের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে ত্বকে মাখুন। মুখের কালো দাগ দূর হয়ে যাবে।
  • পেঁয়াজে ভিটামিন সি রয়েছে। যা ত্বকের রং উজ্জ্বল করবে। ১ চামচ কাঁচা পেঁয়াজের রসের সঙ্গে আধ চামচ ময়দা ও মিল্ক ক্রিম মিশিয়ে নিন। এটি মুখে লাগিয়ে নিন ভালো উপকার পাবেন।
  • ব্রণ কিংবা চামড়ার ইনফেকশনে পেঁয়াজের রস বেশ কাজ করে। কাঁচা পেয়াজে আছে অ্যান্টিসেপটিকের গুণাবলী রয়েছে। পেঁয়াজের রসের সঙ্গে আমণ্ড অয়েল বা অলিভ ওয়েল মিশিয়ে নিন। এটি ব্রণের দাগে লাগিয়ে নিলেই কমে যাবে। 
  • পোকামাকড়ের কামড়ের দাগ বা পোড়া দাগ থাকলে পেঁয়াজের রস লাগিয়ে নিন। সেরে যাবে।
  • চুলের বৃদ্ধিতে কাঁচা পেঁয়াজের গুণের কথা সবার জানান। পেঁয়াজে থাকা সালফার হেয়ার ফলিকলের বৃদ্ধি করে। পেঁয়াজের রস মাথায় দিলে স্ক্যাপে রক্ত চলাচল বাড়ে। পেঁয়াজের রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে স্ক্যাপে লাগিয়ে নিতে পারে। পরে অবশ্যই শ্যাম্পু করে নিবেন।
  • যারা খুসকির সমস্যায় দীর্ঘদিন ভুগছেন তারা পেঁয়াজের রস লাগাতে পারেন। পেঁয়াজের রসের সঙ্গে পাতিলেবুর রস ও টকদই মিশিয়ে মাথায় লাগান। খুসকি দূর হয়ে যাবে।
  • অকালপক্কতা কমাতেও পেঁয়াজের রসের জুড়ি নেই। যাদের অল্প বয়সে চুল পেকে যায় তারা পেঁয়াজের রসের সঙ্গে সরষের তেল মিশিয়ে লাগাতে পারেন। উপকার পাবেন। 
  • শীতের শুষ্ক ঠোঁটের পরিচর্যা করবে পেঁয়াজের রস। এর সঙ্গে ভিটামিন ই-অয়েল মিশিয়ে নিন। ঘুমানোর আগে লাগিয়ে নিন ঠোঁটে। কোমলতা ফিরবে।
Link copied!