• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

‘বিলুপ্ত‍‍‘ গ্রিন ব্রডবিলের ফের প্রত্যাবর্তন!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০২:২২ পিএম
‘বিলুপ্ত‍‍‘ গ্রিন ব্রডবিলের ফের প্রত্যাবর্তন!

প্রকৃতি থেকে কয়েক দশক আগেই বিলুপ্ত হয়ে যায় ছোট্ট সবুজ পাখি গ্রিন ব্রডবিল। হঠাৎ পাখিটির ধ্বনিতে মুখর হয়ে উঠে জঙ্গল। বিলুপ্ত হয়ে যাওয়া পাখির উপস্থিতি চমকে দিয়েছে প্রকৃতিপ্রেমীদের। আশ্চর্য এই ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরের একটি দ্বীপে। সেখানে দেখা মিলেছে ছোট্ট গ্রিন ব্রডবিলের।

কয়েক দশক আগে বনে-জঙ্গলে ছিল তার সরব উপস্থিতি। তার ধ্বনিতে মুখর হয়ে থাকতো পুরো জঙ্গল। কিন্তু একসময় এই প্রজাতির পাখির সংখ্যায় কমতে থাকে। উপস্থিতি দেখা না যাওয়ায় বিলুপ্তি ঘোষণা করা হয়।

বিবিসি জানায়, গ্রিন ব্রডবিল গত শতকের চল্লিশের দশকে বোর্নিও, সুমাত্রা, মালয় উপদ্বীপের প্রকৃতিতে অবাধ বিচরণ করতো। টুকটুকে সবুজ রঙের পাখিটি আকারে ছোট্ট। সুরেলা তার ধ্বনি। গাঢ় সবুজ আর কালো রঙের মিশেলে রয়েছে পাখিটির পালক। চোখ দুটো ঘন কালো। গায়ের সবুজ রঙের সঙ্গে কালো রঙের চোখে পাখিটির অপূর্ব আভিজাত্য ফুটে উঠে।

প্রকৃতি বিশেষজ্ঞরা জানান, চল্লিশের দশকের পর থেকেই পাখিটির সংখ্যায় কমতে থাকে। এক সময় অনেক খুঁজেও বনে এই পাখির দেখা পাওয়া যায়নি।

হঠাৎই সিঙ্গাপুরের প্রকৃতিতে ফিরে বিলুপ্ত গ্রিন ব্রডবিলের উপস্থিতিতে বেশ আনন্দিত প্রকৃতি বিশেষজ্ঞরা। পাখিটি নতুন করে শনাক্ত করেছেন জয়েস লে মেসুরিয়ার। তিনি একজন বার্ডওয়াচার।

লিমই জানান, স্থানীয়রা এই পাখিটি আগে কখনও দেখেননি। হঠাত্‍ই তিনি এটা 'আবিষ্কার' করেন। বছরসাতেক আগেও একবার হঠাত্‍ই দেখা গিয়েছিল পাখিটিকে।

সিঙ্গাপুরের ন্যাশনাল পার্কস বোর্ডের সংরক্ষণবিষয়ক দলের পরিচালক লিম লিয়াং জিম জানান, গত ২৭ জুন সিঙ্গাপুরের মূল ভূখণ্ডের উত্তর-পূর্বে পুলাউ উবিন দ্বীপে সবুজ ছোট্ট গ্রিন ব্রডবিল  দেখা গেছে।

পাখি বিশেষজ্ঞরা জানা, নতুন করে শনাক্ত হওয়া গ্রিন ব্রডবিলটি পুরুষ পাখি। এর গাঢ় সবুজ পালকের উপরে চোখের পাশে কালো ছোপ, ডানায় কালো দাগ। ছবি দেখে তাঁরা বলছেন, এটি পূর্ণাঙ্গ পুরুষ পাখি। মেয়ে গ্রিন ব্রডবিলের ডানায় সচরাচর কালো ছোপ দেখা যায় না।

Link copied!