শুরু হয়েছে দুর্গাপূজার মহা উৎসব। নতুন জামা, নতুন জুতো পরে মন্ডপে মন্ডপে হবে ঘুরাঘুরি। তবে করোনা পরিস্থিতির কারণে ঘরেই উৎসব উদযাপন বেশি হবে। ঘরের ড্রইংরুমে বসে বন্ধুদের সঙ্গে হবে আড্ডা। স্বজনরাও বেড়াতে আসবে। হৈ হুল্লোড় আর ঢাকের তালে মুখরিত হয়ে উঠবে ঘরের পরিবেশ।
দুর্গাপূজার আমেজে ঘরকে উৎসবমুখর করতে কিছু প্রস্তুতি নিয়ে নিন এখনই। সহজ উপায়ে বাড়িতেই কীভাবে পুজোর আবহ তৈরি করবেন, তা জানাব এই আয়োজনে_
- প্রথমেই পূজা উপলক্ষে ঘরকে সাজিয়ে নিন। বসার ঘর, শোবার ঘরের পর্দা পাল্টে নিন। উজ্জ্বল রং বেছে নিতে পারেন। পর্দার রঙে লাল, হলুদের ছাপ থাকলেও মন্দ হবে না। ঘরকে উৎসবের আমেজ দিবে। নতুন পর্দা কিনতে না পারলেও চিন্তা নেই রঙিন ওড়নায় ঘর সাজিয়ে নিন। রঙিন ওড়না জানলার আশেপাশে টানিয়ে নিন। তাতে ছোট ছোট ঝুঁড়ি বাতি দিয়ে ডেকোরেশন করুন। ঘরের লুক পাল্টে যাবে।
- ঘরে উৎসব। তাই তাজা ফুলের আমেজ তো চাই। ফুলদানিতে নতুন ফুল দিয়ে সাজিয়ে নিন। লাল ফুলকেই প্রাধান্য বেশি দিন। সব ঘরে একাধিক ফুলদানিতে ফুল দিয়ে সাজান। তাজা ফুলের গন্ধে পূজার অনুভূতি আসবে।
- বসার ঘরে কিংবা পূজার ঘরে একটি কাঁচের বা পিতলের বড় পাত্রে পানি নিয়ে এতে ফুল ভাসিয়ে দিন। সদ্য ফোটা পদ্ম ভাসিয়ে দিতে পারেন সেই পানিতে।
- ঘরে পূজার আমেজ আনতে সকালে, বিকেলে সুগন্ধী ধূপকাঠি জ্বালিয়ে দিন।
- ঘর আলোকিত করলে উৎসবের আমেজ ফুটে উঠে। রঙিন ছোট বাল্ব দিয়ে ঘরের চারপাশ সাজিয়ে নিন। ঘরের কোণে প্রদীপ জ্বালিয়ে নিতে পারেন। যত আলোর পসড়া সাজবে ততই উৎসব প্রানবন্ত হবে।
- ঘরের দেয়ালে রং নতুন করে লাগিয়ে নিন। দরজার সামনে রঙিন আলপনা একে নিতে পারেন। সেই আলপনাতে ফুল আর প্রদীপ দিয়ে সাজিয়ে নিন। অতিথিদের শুভেচ্ছা জানাতে এটি ভালো উপায় হতে পারে।
- বন্ধু-বান্ধব, স্বজনদের নিমন্ত্রণ জানান। জমিয়ে আড্ডা দিন। ঢাকের তালে গান-বাজনা করুন। পছন্দের খাবারও সঙ্গে রাখুন। পূজার দিনগুলো একেক দিন একেকভাবে সাজিয়ে নিন।