• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

রাশিয়ার নির্বাচনে লড়ছে যুক্তরাষ্ট্রে সাজা পাওয়া অস্ত্র ব্যবসায়ী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৩, ১১:৪৭ এএম
রাশিয়ার নির্বাচনে লড়ছে যুক্তরাষ্ট্রে সাজা পাওয়া অস্ত্র ব্যবসায়ী

রাশিয়ার স্থানীয় নির্বাচনে আঞ্চলিক আইনসভার একটি আসনের জন্য কট্টর ডানপন্থী দলের প্রার্থী হিসেবে ভিক্টর বাউট নামে একজন ‘অস্ত্র ব্যবসায়ীকে’ মনোনয়ন দেওয়া হয়েছে। ভিক্টর অস্ত্র ব্যবসার অভিযোগে যুক্তরাষ্ট্রে সাজাপ্রাপ্ত একজন আসামী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ এসব তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ভিক্টর বাউট ‘মৃত্যুর ব্যবসায়ী’ নামে পরিচিত। অস্ত্র লেনদেনের অভিযোগে যুক্তরাষ্ট্রে ১০ বছর কারাভোগ করেছেন। দেশটির কারাগারে থাকা এ রাশিয়ান নাগরিকের ২৫ বছরের সাজা হয়েছিল।

গত ডিসেম্বরে অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের সঙ্গে বন্দী বিনিময়ে মুক্তি পেয়েছেন তিনি।

রাশিয়ার স্থানীয় সংগঠন আলট্রা-ন্যাশনালিস্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপিআর) একজন কর্মকর্তার বরাত দিয়ে আরআইএ বলেছে, বাউটকে মধ্য রাশিয়ার উলিয়ানভস্ক অঞ্চলের আইনসভার প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

২০০৮ সালে থাইল্যান্ডে একটি স্টিং করার সময় মার্কিন এজেন্টরা বাউটকে গ্রেপ্তার করেছিল।

ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস ভিক্টর বাউটকে বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ অস্ত্র ব্যবসায়ীদের একজন হিসেবে উল্লেখ করেছে। যদিও বাউট সবসময় তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে গ্রিনার ই-সিগারেটের মধ্যে ‘গাঁজার তেল’ ব্যবহারের অভিযোগে রাশিয়ায় গ্রেপ্তার হয়। যা রাশিয়ায় নিষিদ্ধ। ২০২২ সালে বিচারিক প্রক্রিয়ার পরে নয় বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন তিনি।

রাশিয়ায় ফিরে আসার পর বাউট প্রকাশ্যে এলডিপিআর-এ যোগ দেন। আলট্রা-ন্যাশনালিস্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপিআর) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণকে দৃঢ়ভাবে সমর্থন করে।

এর আগে এলডিপিআর দলটি আন্দ্রেই লুগোভোইকে দলে জায়গা দিয়েছিল। আন্দ্রেই লুগোভোই ২০০৬ সালে সাবেক কেজিবি অফিসার এবং পুতিনের সমালোচক আলেকজান্ডার লিটভিনেঙ্কোর হত্যার জন্য যুক্তরাজ্যে ওয়ান্টেড ছিলেন।

লুগোভোই ২০০৭ সাল থেকে রাশিয়ার জাতীয় সংসদের একজন এলডিপিআর সদস্য হিসেবে কাজ করছেন।

Link copied!