• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

গাজায় তিনদিনের শোক ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০১:০৬ পিএম
গাজায় তিনদিনের শোক ঘোষণা
শত শত মৃতদেহের মাঝখানে দাঁড়িয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন হাসপাতালটির চিকিৎসকেরা। ছবি-বিবিসি

গাজার একটি হাসপাতালে বর্বরোচিত ইসরায়েলি বিমান হামলার ঘটনায় অন্তত ৫০০ নিরীহ মানুষ নিহত হয়েছেন। নির্মম এই ঘটনায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের শোক ঘোষণা করেছেন।

এই ঘটনায় হামাস কর্মকর্তারা ইসরাইলকে দায়ী করে বলেছেন, হাসপাতালটিতে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে পাঁচ শতাধিক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বেশি। খবর এএফপি’র। 

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা’র খবরে বলা হয়েছে, আল-আহলিল আরব হাসপাতালে গণহত্যায় শহীদদের ও আমাদের দেশের নিহত সকল শহীদদের জন্য জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এই হাসপাতালে এমন নির্মম হামলার ঘটনায় জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দ কঠোর নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার প্রধান এই ঘটনায় দোষীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন।

Link copied!