• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২২, ০২:০১ পিএম
বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম

অর্থনৈতিক মন্দার আশঙ্কায় বিশ্ববাজারে আরেক দফায় কমেছে তেলের দাম। জুলাইয়ে চাহিদা কমায় ও চীন অপরিশোধিত তেল আমদানি বাড়ানোয় তেলের দাম কমতে শুরু করে। সোমবার তা ৬ মাসের সর্বনিম্ন মূল্যে এসে ঠেকেছে।

রয়টার্স জানায়, অপরিশোধিত ব্রেন্ট ক্রুড ফিউচার ০.৮ শতাংশ কমে বিক্রি হচ্ছে ব্যারেলপ্রতি ৯৪.১৮ ডলারে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পর থেকে এটিই এর সর্বনিম্ন মূল্য। আর ২০২০ সালের এপ্রিল মাসের পর এটিই ব্রেন্ট ক্রুডের মূল্য হ্রাসের সর্বোচ্চ হার।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অপরিশোধিত ক্রুড অয়েল ব্যারেল প্রতি ৮৮.৩৪ ডলারে বিক্রি হচ্ছে। যা আগের চাইতে ৬৭ সেন্ট বা ০.৮ শতাংশ কম দাম। গত সপ্তাহে বিক্রি কম হওয়ায় লোকসানও বেড়েছে তাদের।

বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল আমদানিকারক চীন জুলাই মাসে দৈনিক প্রায় ৮৭.৯ কোটি ব্যারেল তেল আমদানি করেছে। যদিও গত বছরের তুলনায় তা ৯.৫ শতাংশ কম ছিল।

চলতি বছরের শুরুতে তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের ওপরে ছিল। মহামারির প্রকোপ ও ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার তেল রপ্তানিতে নিষেধাজ্ঞায় সরবরাহ ঘাটতি দেখা দেয়।

এরপর সরবরাহ বাড়লেও বৈশ্বিক মূল্যস্ফীতির চাপে বিনিয়োগকারীদের মধ্যে সৃষ্টি হয় উদ্বেগ। ফলে কমতে শুরু করে তেলের দাম।

Link copied!