• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

কলকাতা বইমেলায় সেরার সম্মান পেল বাংলাদেশ প্যাভিলিয়ন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪, ১১:৩৭ এএম
কলকাতা বইমেলায় সেরার সম্মান পেল বাংলাদেশ প্যাভিলিয়ন
রিকশার চিত্রকলাকে থিম করে তৈরি বাংলাদেশ প্যাভিলিয়ন। ছবি : সংগৃহীত

কলকাতায় ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলায় এবার সেরা প্যাভিলিয়নের সম্মান পেল বাংলাদেশ প্যাভিলিয়ন। রাজধানী ঢাকার রিকশার চিত্রকলাকে থিম করে এবার প্যাভিলিয়ন বানানো হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বইমেলার শেষ দিনে মেলা চত্বরের এসবিআই মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশকে দেওয়া হয় সেরা প্যাভিলিয়নের সম্মান।

পুরস্কার তুলে দেন বিধাননগর পৌর করপোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের হেড অব চ্যান্সারি (এইচওসি) সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপহাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) মো. শামসুল আরিফ।

এবার মেলায় বাংলাদেশের ৪৩টি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে। এর মধ্যে ১০টি সরকারি প্রকাশনা সংস্থা। সরকারি–বেসরকারি প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে রয়েছে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, নজরুল ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্র, জাতীয় জাদুঘর, ইসলামিক ফাউন্ডেশন, পাঠক সমাজ, আগামী প্রকাশনী, অনন্যা, ইউপিএল, জ্ঞানকোষ প্রকাশনী, অনুপম প্রকাশনী, প্রথমা প্রকাশন, তাম্রলিপি, জাতীয় সাহিত্য প্রকাশ, সময় প্রকাশন, অন্যপ্রকাশ, গতিধারা, কথা প্রকাশ, কাকলী প্রকাশ, পুথি নিলয়, পাঞ্জেরী পাবলিকেশনস, ভাষাচিত্র, অনিন্দ্য প্রকাশ, বাতিঘর ইত্যাদি।

১৮ জানুয়ারি বিকেলে কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে নিজস্ব মাঠে কলকাতা বইমেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতা বইমেলা ৪৭ বছরে পা দিয়েছে। ১৪ দিনব্যাপী মেলা শেষ হয় বুধবার।

বইমেলার আয়োজক সংস্থা কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। এবারের বইমেলার থিম কান্ট্রি ছিল যুক্তরাজ্য।

এবার বইমেলায় বাংলাদেশ দিবস পালিত হয়েছে ২০ জানুয়ারি।

Link copied!