• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বিশ্বে করোনায় আরও ৪৯৯ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২, ০৮:৫৫ এএম
বিশ্বে করোনায় আরও ৪৯৯ জনের মৃত্যু

বিশ্বজুড়ে এখনও কমেনি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও সংক্রমণ বাড়ছে প্রতিনিয়তই। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪৯৯ জনের। নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার।

রোববার (২৭ নভেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় ৩০০ কমেছে। বিশ্বজুড়ে এই পর্যন্ত  মৃতের সংখ্যা দাড়ালো ৬৬ লাখ ৩৫ হাজার ৭৫৩ জনে।

পাশাপাশি নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১১ হাজার ৩০২ জন। আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৬০ হাজার। এখন পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৪ কোটি ৫৮ লাখ ৭১ হাজার ২৩৩ জনে।

এদিকে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় এখনও শীর্ষে রয়েছে জাপান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩২৭ জন। আর মৃত্যু হয়েছে ১৬৪ জনের। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Link copied!