চোখের গুরুতর সমস্যায় ভুগছেন ইমরান খান: পিটিআই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১১:১৪ পিএম
চোখের গুরুতর সমস্যায় ভুগছেন ইমরান খান: পিটিআই

কারাবন্দী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান চোখের গুরুতর সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে তাঁর দল। এ খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পিটিআই।

মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পিটিআই চেয়ারম্যান গহর আলী খান বলেন, সংবাদমাধ্যমের প্রতিবেদনে তিনি ইমরান খানের চোখের সংক্রমণের তথ্য পেয়েছেন। খবরটি সত্য হলে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে তিনি কারাবন্দী ইমরান খানের সঙ্গে পরিবারের সদস্যদের নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

পিটিআইয়ের পক্ষ থেকে নির্ভরযোগ্য গণমাধ্যমের তথ্য উদ্ধৃত করে জানানো হয়, ইমরান খানের ডান চোখে ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ (সিআরভিও) শনাক্ত হয়েছে। এই রোগে চোখের রেটিনার রক্তবাহী শিরায় বাধা সৃষ্টি হয়, যা দৃষ্টিশক্তির জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

দলের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়, কারাগারে ইমরান খানকে পরীক্ষা করা চিকিৎসকদের মতে এটি একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর শারীরিক অবস্থা। দ্রুত ও যথাযথ চিকিৎসা না হলে তাঁর দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

পিটিআইয়ের অভিযোগ, আদিয়ালা কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরেই তাঁর চিকিৎসা করাতে অনড় অবস্থান নিয়েছে। অথচ বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এ ধরনের জটিল চিকিৎসা কারাগারে সম্ভব নয় এবং এর জন্য অপারেশন থিয়েটারসহ বিশেষায়িত চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সরঞ্জাম দরকার।

দলটির দাবি, প্রশাসনের এই একগুঁয়ে মনোভাব ইমরান খানের দৃষ্টিশক্তি ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। পিটিআই আরও জানায়, ২০২৪ সালের অক্টোবর মাসে শেষবারের মতো ইমরান খান ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন। এরপর থেকে তাঁকে সে সুযোগ দেওয়া হয়নি, যা আদালতের আদেশ ও মৌলিক মানবাধিকারের লঙ্ঘন বলে দাবি করেছে দলটি।

Link copied!