বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব আনছে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা। বুধবারের অধিবেশনে এই শোকপ্রস্তাব উত্থাপনের কথা রয়েছে।
রাজ্যসভার বাজেট অধিবেশনের আজকের কার্যতালিকা থেকে এ তথ্য জানা গেছে। গত ২৭ জানুয়ারি প্রকাশিত কার্যতালিকায় বলা হয়, আজকের অধিবেশনে প্রয়াত তিন নেতার স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হবে।
এই তিনজনের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ভারতের দুই প্রবীণ রাজনীতিক—সাবেক সংসদ সদস্য ও তামিলনাড়ুর বর্ষীয়ান নেতা এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি।
উল্লেখ্য, খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।






































