ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে ইইউ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:৪৭ পিএম
ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) খুব শিগগিরই ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে বলে জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ও ইইউর শীর্ষ কূটনীতিক কায়া কাল্লাস। তিনি বলেন, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আলোচনায় রয়েছে এবং এর অংশ হিসেবে আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার বিষয়টি ‘খুবই সম্ভাব্য’। খবর রয়টার্সের।

এমন ঘোষণার সময়টিতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি নতুন করে জোরালো হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পারমাণবিক চুক্তি না হলে ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং দেশটি আগের চেয়েও ভয়াবহ পরিণতির মুখে পড়বে।

এর পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান জানিয়েছে, তাদের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রের কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটি, সামরিক সরঞ্জাম ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে সতর্ক করেছে দেশটি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যেন দ্রুত আলোচনার টেবিলে আসে এবং পারমাণবিক অস্ত্র পরিহারের বিষয়ে একটি ন্যায্য ও টেকসই চুক্তিতে পৌঁছায়। তিনি বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ।

একই পোস্টে ট্রাম্প গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর কথা উল্লেখ করে বলেন, ওই অভিযানে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল। ভবিষ্যতে আরও ভয়াবহ হামলারও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি শক্তিশালী নৌবহর ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। গত সপ্তাহে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে যাত্রা শুরু করা এই বহরটি ইরান পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির অংশ বলে মনে করা হচ্ছে।

ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কোনো বড় ধরনের হামলা হলে তারা নজিরবিহীন জবাব দেবে।

Link copied!