কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১২:০৫ পিএম
কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকায় একটি কোলটান খনি ধসে ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে উত্তর কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে, যা গোমা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

প্রদেশের বিদ্রোহীসমর্থিত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা জানান, গত বুধবার বর্ষাকালে নরম মাটির কারণে খনির ভিতরে থাকা শ্রমিক, শিশু ও বাজারের নারীসহ ২০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হন। কিছু লোককে উদ্ধার করা গেলেও অনেকের অবস্থা গুরুতর; আহতদের মধ্যে অন্তত ২০ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হয়নি।

এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়োজিত গভর্নর এরাস্টন বাহাতি মুসাঙ্গা এএফপিকে বলেন, কিছু মরদেহ উদ্ধার হয়েছে, তবে প্রাণহানির সংখ্যা অনেক বেশি। নাম প্রকাশ না করতে চাইনা অবস্থায় প্রাদেশিক গভর্নরের এক উপদেষ্টাও রয়টার্সকে জানান, নিহত ২০০ ছাড়িয়েছে। এই অঞ্চল দীর্ঘদিন ধরে বিদ্রোহীদের দখলে, যা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!