• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ইউরোপের নিষেধাজ্ঞাতেই গ্যাস সরবরাহে সমস্যা হচ্ছে: রাশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ০৩:৪৮ পিএম
ইউরোপের নিষেধাজ্ঞাতেই গ্যাস সরবরাহে সমস্যা হচ্ছে: রাশিয়া

জার্মানিতে অবস্থিত নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে ইউরোপের বেশির ভাগ দেশে গ্যাস সরবরাহ করে রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম। জুলাইয়ে রক্ষণাবেক্ষণের জন্য গ্যাসলাইনটি সাময়িক বন্ধ করা হয়।

এরপর সরবরাহ চালু হলেও গ্যাসের প্রবাহ সীমিত করে দেয় রাশিয়া। গ্যাজপ্রমের একটি টারবাইন সারানোর জন্য পাঠানো হয়েছিল কানাডায়। সেই টারবাইন মেরামতের পর জার্মানিতে এসেছে। তবে গ্যাজপ্রমের দাবি, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকার জন্য ওই টারবাইন গ্রহণ করার ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে। 

এদিকে টারবাইন ছাড়া গ্যাসের সরবরাহে সমস্যা আরও বাড়বে। তবে পশ্চিমা দেশগুলোর দাবি, ইচ্ছা করেই টারবাইন মেরামতের জন্য কানাডায় পাঠানো হয়েছে। এখন টারবাইনের অজুহাত দেখিয়ে আসলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে চাইছে রাশিয়া।

টারবাইনটি রাশিয়ায় পাঠানোর জন্য সব ব্যবস্থা প্রস্তুত আছে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। রাশিয়া প্রয়োজনীয় কাস্টমসের কাগজ দিলেই তা পাঠানো হবে। অন্যদিকে গ্যাজপ্রম বলছে নিষেধাজ্ঞার কারণে কোনোভাবেই তা সম্ভব নয়।

Link copied!