• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৬

ঘন ঘন পা ফুলে যাওয়া কীসের লক্ষণ?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৫:৩২ পিএম
ঘন ঘন পা ফুলে যাওয়া কীসের লক্ষণ?
ছবি: সংগৃহীত

পা ফুলে যাওয়া এখন অনেকেরই সমস্যা। তবে ঘন ঘন বা দীর্ঘ সময় ধরে এই সমস্যা হলে এই সমস্যা হলে হতে পারে কোনো গুরুতর রোগের পূর্বাভাস। অনেকেই বিষয়টি অবহেলা করেন। কিন্তু পা ফোলার পেছনে জটিল রোগ লুকিয়ে থাকতে পারে, তা অনেকেই জানেন না। পা ফোলার সঠিক কারণ জেনে সচেতন থাকা জরুরি। ঘন ঘন পা ফুলে যাওয়া কোন কোন রোগের লক্ষণ হতে পারে চলুন জেনে নেই।

ঘন ঘন পা ফুলে যাওয়ার সাধারণ কারণ হতে পারে_

লম্বা সময় দাঁড়িয়ে বা বসে থাকা
যদি কেউ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকেন, বিশেষ করে যারা অফিসে বসে কাজ করেন বা যাত্রাপথে যানজটে বসে থাকেন, তাদের পায়ে পানি জমে ফুলে যেতে পারে। এতে সাধারণত ব্যথা বা লালচে ভাব দেখা যায় না, আর এটি সাময়িক হয়।

গর্ভাবস্থা
গর্ভবতী নারীদের শরীরে হরমোনের পরিবর্তন, রক্ত চলাচলের চাপ এবং অতিরিক্ত পানি জমার কারণে পা ফুলে যেতে পারে। এটি স্বাভাবিক হলেও যদি খুব বেশি ফুলে যায়, তাহলে গাইনিক পরামর্শ নেওয়া জরুরি।

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
কিছু ওষুধ যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্টেরয়েড বা হরমোন জাতীয় ওষুধ পা ফুলে যাওয়ার কারণ হতে পারে।

ঘন ঘন পা ফুলে যাওয়ার যেসব গুরুতর রোগের লক্ষণ হতে পারে_

হৃদযন্ত্রের সমস্যা
হৃদপিণ্ড যদি ঠিকমতো রক্ত পাম্প না করতে পারে (যেমন কনজেস্টিভ হার্ট ফেইলিউর), তখন রক্ত পায়ের নিচের দিকে জমে গিয়ে পা ফুলে যেতে পারে। এই ফোলাটা ধীরে ধীরে বাড়ে এবং দুই পায়েই দেখা যায়।

কিডনি বিকল
কিডনি যদি শরীরের অতিরিক্ত পানি ও লবণ বের করতে না পারে, তবে তা শরীরে জমে গিয়ে পা ফোলার সৃষ্টি করে। কিডনির সমস্যা থাকলে চোখের নিচেও ফোলা দেখা যেতে পারে।

লিভারের সমস্যা
লিভার ক্ষতিগ্রস্ত হলে শরীরে অ্যালবুমিনের মাত্রা কমে যায়। এতে রক্তনালী থেকে পানি বাইরে চলে আসে এবং তা পায়ে জমে ফোলা সৃষ্টি করে।

ডিপ ভেইন থ্রম্বোসিস
পায়ের গভীর শিরায় রক্ত জমাট বাঁধলে এক পায়ে হঠাৎ করে ফোলা, ব্যথা এবং লালচে ভাব দেখা দিতে পারে। এটি অত্যন্ত বিপজ্জনক এবং দ্রুত চিকিৎসা না নিলে ফুসফুসে রক্ত জমে মারাত্মক জটিলতা তৈরি করতে পারে।

লিম্ফ্যাটিক বাধা
যখন লিম্ফ নালির মাধ্যমে তরল ঠিকভাবে নিষ্কাশন হয় না, তখন তা পায়ে জমে দীর্ঘস্থায়ী ফোলা তৈরি করে। অনেক সময় ক্যান্সার চিকিৎসার পর বা জন্মগত কারণে এই সমস্যা দেখা দেয়।

কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি_

পা ফোলার সঙ্গে ব্যথা বা লালচে ভাব দেখা দিলে, পায়ের ত্বক টাইট ও চকচকে হয়ে গেলে, শ্বাসকষ্ট, বুক ধড়ফড়ানি দেখা দিলে, ফোলা প্রতিদিন বাড়তে থাকলে, পা ছাড়া শরীরের অন্য অংশও ফুলে যেতে থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

অবহেলা না করে নিয়মিত শরীর চেকআপ করা, সচেতন থাকা এবং প্রয়োজনমতো চিকিৎসকের পরামর্শ নিলে জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

Link copied!