• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৬

১৭ বছর পর দেশে ফিরলেন আশিক ইসলাম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৩:৪৯ পিএম
১৭ বছর পর দেশে ফিরলেন আশিক ইসলাম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আশিক ইসলাম। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সিনিয়র প্রেস সচিব আশিক ইসলাম।

বুধবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্র থেকে রাতে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। 
বিমানবন্দরে তাকে স্বাগত জানান, টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা।

বিমানবন্দরে নেমে আশিক ইসলাম জানান, স্বৈরাচারমুক্ত দেশে ফিরতে পেরে তিনি দারুণ উচ্ছ্বসিত। দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও মন সবসময় দেশের সঙ্গেই ছিল। বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় এতদিন দেশে ফেরা সম্ভব হয়নি।

আশিক ইসলাম বলেন, “আমি বিশ্বাস করি, শিগগিরই দেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এখন মানুষ কিছুটা হলেও কথা বলতে পারছে, চলাফেরা করতে পারছে। এটাই ইতিবাচক দিক। তবে প্রকৃত স্বাধীনতা তখনই ফিরে আসবে, যখন একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে।”

এসময় দৈনিক আমার দেশের বিশেষ প্রতিনিধি সৈয়দ মিজানুর রহমান, জিটিভির চিফ নিউজ এডিটর আহমেদ সাগর, এনটিভির বিশেষ প্রতিনিধি আহসান জনি, এটিএন বাংলার ক্রীড়া সম্পাদক পরাগ আরমান, দৈনিক ভোরের আকাশের যুগ্ম বার্তা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক তারিক আল বান্না প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!