• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৬

ফল নিয়ে এতো সুন্দর আয়োজন লন্ডনেও দেখিনি: শফিক রেহমান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৪:১১ পিএম
ফল নিয়ে এতো সুন্দর আয়োজন লন্ডনেও দেখিনি: শফিক রেহমান
ফল উৎসবে অতিথিরা। ছবি: সংবাদ প্রকাশ

দেশীয় সিজনাল ফল নিয়ে বুধবার (১৬ জুলাই) রাজধানীর তেওগাঁও, যায়যায়দিন মিডিয়াপেক্সে হয়ে গেল এক নান্দনিক ‘ফল উৎসব’। নারীদের আস্থার সংগঠন ‘উইমেন’স ফাউন্ডেশন বাংলাদেশ’ ও দৈনিক যায়যায়দিন এই উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাংবাদিক শফিক রেহমান।

উৎসবে ৩০ রকমের ফল ও ফলের রেসিপির নান্দনিক প্রদর্শন দেখে অভিভূত হয়ে শফিক রেহমান বলেন, ‘দেশে তো নয়ই,  লন্ডনেও  ফল নিয়ে এতো সুন্দর আয়োজন আমি দেখিনি।’

বরেণ্য এই সাংবাদিক আরও বলেন, “ফলে রয়েছে অনেক গুন। আমাদের প্রতিদিনই ফল খাওয়া প্রয়োজন। আয়োজকদের ধন্যবাদ এই তাৎপর্যপূর্ণ উৎসব করার জন্য।”

অনুষ্ঠানে ফল নিয়ে নানা তথ্য তুলেধরেন পুস্টিবিদ মাহমুদা নাজনিন, মোছা: আলিফা আফরোজ-ফাউন্ডার নিউট্রোউইন কেয়ার, ন্যাশনাল কনসালটেন্ট ইউনিসেফ বাংলাদেশ। চিকিৎসক লেখক ও ডা. ফারহানা মোবিন ও ডাক্টার সাইদ। তারা বক্তব্যে ফল খাওয়ার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রন্ধন বিশেষজ্ঞ কল্পনা রহমান, মেহেরুনন নিসা মেহেরিন-চেয়াম্যান আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন। লায়ন ফেরদৌস খান আলমগীর, প্রেসিডেন্ট- লায়ন্স ক্লাব অব বারিধারা কিংস।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যদেন উইমেন’স ফাউন্ডেশনের মহাসচিব তানিয়া শারমিন। সভাপতিত্ব করেন ড. জাহিদ আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উইমেনস ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও ব্যাবস্থাপনা ট্রাস্টি, সাংবাদিক মো: বাবুল হৃদয় ও আনিকা তাবাচ্ছুম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন’স ফাউন্ডেশন বাংলাদেশ পরিবার ও নারী অঙ্গনের শতাধিক বিশিষ্ট নারী ও গণমাধ্যম কমীরা।

Link copied!