• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৬

কাঠবাদামের তেলেই মিলবে প্রাকৃতিক সৌন্দর্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৪:৪১ পিএম
কাঠবাদামের তেলেই মিলবে প্রাকৃতিক সৌন্দর্য
ছবি: সংগৃহীত

প্রাকৃতিক উপায়ে ত্বক ও চুলের যত্ন নিতে কাঠবাদামের তেল বা আলমন্ড অয়েল অত্যন্ত কার্যকর। এই তেলে রয়েছে ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, জিঙ্ক এবং অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। যা ত্বককে উজ্জ্বল ও কোমল করার পাশাপাশি চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনে। নিয়মিত ব্যবহারে এটি ত্বক ও চুলের অনেক সমস্যা দূর করতে সহায়তা করে।

কাঠবাদামের তেল দামেও তুলনামূলক সাশ্রয়ী এবং সহজলভ্য হওয়ায় এটি প্রতিদিনের রূপচর্চার অংশ হিসেবে ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। তবে নিয়মিততা ও পরিমাণের ওপরই নির্ভর করবে কাঙ্ক্ষিত ফলাফল।

ত্বকের যত্নে কাঠবাদামের তেল

প্রাকৃতিক ময়েশ্চারাইজার
কাঠবাদামের তেল ত্বকে সহজে শোষিত হয় এবং ভিতর থেকে আর্দ্রতা বজায় রাখে। এটি শুকনো, রুক্ষ ও ফাটা ত্বকের জন্য আদর্শ। রাতে ঘুমানোর আগে মুখ ও হাত-পায়ে কয়েক ফোঁটা তেল ম্যাসাজ করুন। সকালে ধুয়ে ফেলুন।

ত্বক উজ্জ্বল করে
ভিটামিন ই-সমৃদ্ধ কাঠবাদামের তেল ত্বকের দাগ-ছোপ, কালো ভাব ও রোদে পোড়া দাগ হালকা করতে সাহায্য করে। এক চা চামচ কাঠবাদামের তেলের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মাস্ক বানিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন।

চোখের কালো দাগ দূর করে
চোখের নিচের ডার্ক সার্কেল বা ফোলা ভাব দূর করতে কাঠবাদামের তেল অত্যন্ত কার্যকর। রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা তেল আঙুলের ডগায় নিয়ে চোখের নিচে হালকা করে ম্যাসাজ করুন।

বয়সের ছাপ কমায়
কাঠবাদামের তেল অ্যান্টি-এজিং উপাদান হিসেবে কাজ করে। ত্বকের নমনীয়তা বজায় রেখে বলিরেখা ও রুক্ষতা কমায়।

চুলের যত্নে কাঠবাদামের তেল

চুল মজবুত করে
প্রোটিন ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ এই তেল চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া কমায়।
ব্যবহার: তেল হালকা গরম করে মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করুন। ১-২ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

চুলে প্রাকৃতিক জৌলুস আনে
শুষ্ক ও নিস্তেজ চুলে কাঠবাদামের তেল প্রাণ ফিরিয়ে আনে। নিয়মিত ব্যবহারে চুল ঝলমলে ও কোমল হয়।

চুল গজাতে সাহায্য করে
চুলের ফলিকল উদ্দীপিত করে নতুন চুল গজাতে সাহায্য করে। বিশেষ করে যাদের চুল পাতলা হয়ে যাচ্ছে, তাদের জন্য এটি ভালো একটি উপায়।

চুলে খুশকি কমায়

কাঠবাদামের তেলে এন্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকায় এটি মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন ও খুশকি দূর করতে সাহায্য করে।

ঠোঁট ও নখের যত্নেও কার্যকর

কাঠবাদামের তেল ঠোঁটে লাগালে ফাটাভাব দূর হয় এবং ঠোঁট মোলায়েম থাকে। নখ ও নখের চারপাশে এই তেল ম্যাসাজ করলে নখ ভাঙা বা পাতলা হওয়ার সমস্যা কমে।

Link copied!