শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসছেন কি?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১১:৫৫ পিএম
শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসছেন কি?

কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজনীতির সঙ্গে এখনো জড়াননি। যদিও তাঁর স্বামী, পরিচালক ও ব্যারাকপুরের সংসদ সদস্য রাজ চক্রবর্তী তৃণমূলের সক্রিয় রাজনীতিক, শুভশ্রী নিজেকে এখন পর্যন্ত রাজনৈতিক মঞ্চ থেকে দূরে রেখেছেন।

সম্প্রতি রাজ পরিচালিত ‘লক্ষ্মী এল ঘরে’ ছবিতে শুভশ্রীকে দেখা গেছে। এটি বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের একটি ডকুমেন্টারি প্রকল্প হিসেবেও বলা যেতে পারে। এরপর থেকেই শোনা যাচ্ছে, শুভশ্রী কি রাজনীতিতে নাম লেখাতে চলেছেন।

রাজ চক্রবর্তী একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “শুভশ্রী যদি রাজনীতিতে আসার ইচ্ছা রাখত, তাহলে আগেই আসতে পারত। আমাদের পরিবারে আমি রাজনীতিতে রয়েছি, আর আমরা পেশাগতভাবে বিনোদনের সঙ্গে যুক্ত। দুজনই যদি রাজনীতিতে নামাই, সমস্যা তৈরি হবে।” তিনি আরও বলেন, “শুভশ্রী হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাশীল, তবে আমার মনে হয় না তিনি রাজনীতিতে আসবেন। কারণ তার আগামী এক বছরের বিনোদন সংক্রান্ত কাজ ঠিক করা রয়েছে।”

রাজের বক্তব্য স্পষ্ট—বর্তমান রাজনীতি জীবনকে এলোমেলো করে দেয় এবং শুভশ্রী নিজে যেমন রাজনীতিতে যোগ দিতে চান না, তেমনি তিনি চান না, তার স্ত্রী রাজনীতি করুক।

Link copied!