দুই বাংলার সিনেমা জগতে নিয়মিত দর্শকের মন জয় করছেন জয়া আহসান। তার অভিনয় মানেই বিশেষ গল্প ও গভীর চরিত্র। তবে প্রতিদিন ক্যামেরার সামনে থাকা নয়, বরং যে কাজটি সত্যিই আকর্ষণ করে, সেটিই তিনি বেছে নেন।
গত বছরও রুপালি পর্দায় জয়ার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, আর নতুন বছরেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী নিজেই। এ ধারাবাহিকতায় নতুন সিনেমা ‘ওসিডি’ নিয়ে হাজির হয়েছেন তিনি। সিনেমাটিতে শিশুদের শৈশবকালীন তিক্ত অভিজ্ঞতা কিভাবে ভবিষ্যতকে প্রভাবিত করে, তা দেখানো হয়েছে।
কলকাতার নির্মাতা সৌকর্য ঘোষালের এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আগামী ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা গেছে, জয়া এক নতুন ধরনের চরিত্রে হাজির হয়েছেন। রহস্য ও উত্তেজনায় ভরা ১ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলারে তিনি একের পর এক হত্যার ছক কষে চলেছেন, যা তার ছোটবেলার ভয়ঙ্কর অতীতের সঙ্গে জড়িত। সোশ্যাল মিডিয়ায় জয়া ট্রেলার শেয়ার করে লিখেছেন, ‘পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের ব্লুপ্রিন্ট।’
নির্মাতা সৌকর্য ঘোষাল জানিয়েছেন, ‘ওসিডি’ মূলত সাইকোলজিক্যাল ড্রামা। জয়া আহসানকে চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে, যার নাম শ্বেতা। অতীতের ধূসর ছায়া তাকে তাড়া করছে, আর এক রোগী হঠাৎ করে তার অতীত জানতে পারায় শ্বেতা তাকে হত্যা করে। এরপর আশপাশের যেকোনো মানুষ, যারা তার বিরুদ্ধাচরণ করে, তাদেরও শ্বেতা শেষ করতে চায়।
সিনেমাটিতে জয়ার পাশাপাশি রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু, কৌশিক সেন, অনসূয়া মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ছোট পর্দার জনপ্রিয় মুখ ‘ভূতু’খ্যাত আর্শিয়া মুখোপাধ্যায়ও বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন এই সিনেমার মাধ্যমে।

































