• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ভূমিকম্পে আতঙ্কিত শোবিজ তারকারা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩, ০৩:২০ পিএম
ভূমিকম্পে আতঙ্কিত শোবিজ তারকারা
তানভীন সুইটি-আঁখি আলমগীর-জায়েদ খান-অপি করিম-রন্টি দাস (ডান থেকে)। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ৮। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পে নিজের অনুভূতি শেয়ার করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

এরপরেই এক ফেসবুক পোস্টে জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি লেখেন, “প্রচণ্ড ভূমিকম্প! আল্লাহ্ আমাদের রক্ষা করুণ। আমিন....।”

সংগীতশিল্পী আঁখি আলমগীর লেখেন, “যা জানলাম আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ। ব্যাপারটা কিন্তু আর ফান করার মতো থাকল না, তাই না?”

দেশের আলোচিত অভিনেতা জায়েদ খান লেখেন, “কী ভয়ংকর ভূমিকম্প। আল্লাহ সবাইতে হেফাজত করুন।”

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপি করিম লেখেন, “এত বড় ভূমিকম্প আগে কখনো 
অনুভব করিনি!”

সংগীতশিল্পী রন্টি দাস লেখেন, “হে প্রভু সবই তোমার ইচ্ছা, সবাইকে নিরাপদে রেখ। ” 

রাজধানী ঢাকা ছাড়াও গাজীপুর, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, কুষ্টিয়া, সিলেটসহ বেশকিছু জেলায় অনুভূত হয়েছে। ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশে ১০টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে। এতে জানমালের তেমন ক্ষতি না হলেও বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা।

Link copied!