• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

শোবিজ ছেড়ে ইসলামের ছায়াতলে লুবাবা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ১০:০১ পিএম
শোবিজ ছেড়ে ইসলামের ছায়াতলে লুবাবা

শোবিজের চাকচিক্য ছেড়ে ধর্মের ছায়াতলে ফেরাটা তারকাদের ক্ষেত্রে নতুন কিছু নয়। এখন পর্যন্ত দেশ-বিদেশের বহু তারকারা এমনটি করেছে। বাংলাদেশের শোবিজাঙ্গনেও রয়েছেন এমন অনেকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা।

একসময় নানা কারণে সংবাদ শিরোনামে ছিলেন লুবাবা। নেটিজেনদের কাছে তিনি কখনো হাসির খোরাক হয়েছেন, কখনো আবার হয়েছেন সমালোচনার শিকার। তবে বয়সের বিষয়টি বিবেচনায় এনে শেষ পর্যন্ত অনেকেই তাকে নিয়ে সমালোচনা থেকে সরে আসেন।

তবে এবার নতুন এক কারণে আলোচনায় লুবাবা। অনেক দিন ধরেই তিনি নিজেকে ইসলামের পথে পরিচালিত করছেন। তবে শোবিজ থেকে পুরোপুরি সরে যাননি। এখন নিয়মিত ব্লগিং করছেন— ফুড ব্লগিং, ট্যুর ব্লগিংয়ের পাশাপাশি ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিতি পাচ্ছেন। নেটিজেনদের কাছেও তার এই পরিবর্তন প্রশংসিত হচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে লুবাবা তার জীবনের এই পরিবর্তন নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিশেষ করে, তিনি পরকালের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে ইসলামের পথ অনুসরণ করার আহ্বান জানান।

লুবাবার ভাষায়, “আশেপাশের মডার্নদের মতো ফলো করতে গেলে যেটা হয়, আমাদের আসল যে লক্ষ্য- পরকাল, সেটা আমরা ভুলে যাই। যেমন আমরা মিডিয়াতে কাজ করি। কাজ করা যায়, কিন্তু কাজের যে ইসলামিক ওয়েটা বা উদ্দেশ্যটা আছে, সেটা অনুসরণ করা বেটার। আর ইসলামের পথ বেছে নেওয়াটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন।”

এই পরিবর্তনকে ঘিরে ইতোমধ্যেই অনেকে লুবাবাকে সাধুবাদ জানিয়েছেন এবং তার নতুন পথচলার জন্য শুভকামনা জানাচ্ছেন।

Link copied!