মা ছবি সাহার চিকিৎসা চলছিল মুম্বাইয়ে। সেখানেই যাওয়া-আসা নিয়ে ব্যস্ত ছিলেন। এখন মা সুস্থ, দেশেও ফিরেছেন। এবার তিনটি বিজ্ঞাপনের মডেল হয়ে শুটিংয়ে ফিরছেন লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিম । জানালেন আগামী ২ ও ৩ আগস্ট কাজ করবেন রিমার্কের একটি বিজ্ঞাপনচিত্রে। ৫ ও ৬ আগস্ট করবেন বাটা ও লাক্সের বিজ্ঞাপনচিত্র।
শুটিংয়ে ফেরা নিয়ে মিম বলেন, ‘আরো আগেই শুটিংয়ে ফেরার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় একটু সময় নিলাম।’
জুনের মাঝামাঝিতে এফডিসিতে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছিলেন বিদ্যা সিনহা মিম। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে কিছু অনুষ্ঠানে হাজির হলেও শুটিং করা হয়নি। 
২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় মিমের ‘পরাণ’। তারপর কেটে গেছে দুই বছর। এর মাঝে ‘দিগন্তে ফুলের আগুন’ নামের একটি সিনেমায় শুধু কাজ করেছেন এই অভিনেত্রী।
 
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    


































