হিন্দু ধর্মাবলম্বী হয়েও মুসলিম অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। ‘লাভ জিহাদ’ থেকে শুরু করে ধর্ম পরিবর্তনের গুঞ্জন—বিয়ের পর থেকে নানা বিতর্ক তাকে ঘিরে। এবার নতুন করে আলোচনায় উঠেছে ‘মসজিদে জুতা পরে ঘোরা’ প্রসঙ্গ।
সম্প্রতি স্বামী জাহিরকে সঙ্গে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে যান সোনাক্ষী। সেখানে তোলা কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায়, সোনাক্ষীর পরনে সবুজ প্রিন্টের চুড়িদার ও মাথায় ওড়না, পাশে স্বামী জাহির শার্ট-প্যান্ট পরিহিত অবস্থায়। তবে দু’জনের পায়ে জুতা দেখে অনেকেই সমালোচনায় মুখর হয়ে ওঠেন।
সামাজিক মাধ্যমে কেউ লিখেছেন, “মসজিদে জুতা পরে ঢোকা অসম্মানজনক।” আবার কেউ বলেছেন, “হিন্দু ধর্ম ত্যাগ করেও মুসলিম রীতিনীতির প্রতি সম্মান নেই!”
তবে বিষয়টি নিয়ে চুপ থাকেননি সোনাক্ষী। সমালোচনার জবাবে তিনি লেখেন, “আমরা জানি কোথায় জুতা খুলতে হয়, কোথায় নয়। নির্দিষ্ট জায়গায় জুতা খুলে ঢুকেছিলাম। ছবি তোলা অংশটি ছিল মসজিদের বাইরের এলাকা। তাই ট্রল করার আগে তথ্য জেনে নিন।”
এ সময় তিনি আরও জানান, মসজিদের শান্ত পরিবেশ তার মনে গভীর প্রশান্তি এনে দিয়েছে।
“যেখানে গিয়েছি, সেখানে এক ধরনের শান্তি পেয়েছি—যা ভাষায় বোঝানো যায় না,”—লিখেছেন অভিনেত্রী।
উল্লেখ্য, চলতি বছরের জুনে বহুদিনের বন্ধু ও অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী সিনহা। বিয়ের পর থেকেই দম্পতিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা।