ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিহি আহসান, যিনি একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, এবার নিজের ব্যক্তিজীবনের কঠিন অধ্যায় প্রকাশ্যে আনলেন। সম্প্রতি ‘তারাবেলা’ নামের একটি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ভাঙা বিয়ে, প্রতারণা, মানসিক যুদ্ধ এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই নিয়ে।
সাক্ষাৎকারে মিহি জানান, “আমি বিয়ের পর জানতে পারি, আমার সাবেক স্বামী এরই মধ্যে আরেকজনকে বিয়ে করেছেন। তখন মনে হয়েছিল, পৃথিবীটা থেমে গেছে।”
তিনি আরও জানান, তার বিয়ের কাবিন ছিল মাত্র ১৮ টাকা।
“তখন আমি ছোট ছিলাম, বুঝিনি কিছুই। এখন মনে হয়, সেটিও এক ধরনের অসম্মান ছিল।”
এই ঘটনার পর দীর্ঘ সময় অভিনয় বা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন না তিনি।
“আমি কাউকে কিছু না বলে চুপচাপ সরে যাই। নাটক করিনি, কোনো পোস্ট দিইনি। শুধু নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেছি।”
অভিনেত্রী বলেন, “মানুষ ভাবে আমি খুব শক্ত, কিন্তু একটু কষ্ট পেলেই কেঁদে ফেলি। আমি চাই না কেউ আমার এই দুর্বল দিকটা দেখে ফেলুক। তাই সবসময় হাসি দিয়ে সেই কষ্ট ঢেকে রাখি।”
তার এই মানসিক দৃঢ়তাকেই অনেকে বলেন ‘সাইলেন্ট স্ট্রং’। যা নিয়ে তিনি বলেন, “আমি মেনে নিয়েছি, আমার জীবনের নিয়ন্ত্রণ আমার হাতেই।”
২০১৭ সালে অভিনয়ে পথচলা শুরু করা মিহি বর্তমানে একাধিক একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। শুটিং নিয়েই এখন তার ব্যস্ততা। তবে ব্যক্তিজীবনের ঝড় সামলে উঠে তিনি যে আরও শক্ত হয়ে ফিরেছেন, তার প্রমাণ রেখে যাচ্ছেন পর্দায়।