• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

নতুন বছর নিয়ে যে ভাবনা মিমের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ১১:০০ এএম
নতুন বছর নিয়ে যে ভাবনা মিমের
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক থেকে

লাক্স সুপারস্টার, মডেল ও জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ দিয়ে সিনেমায় অভিষেক হয় এই অভিনেত্রীর। এরপর ২০১৪ সালে ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন মিম।

 তবে সিনেমার থেকে ছোট পর্দায় বেশি দেখা মিলতো তার। মাঝে ওটিটির কাজও হাতে নিয়েছেন। বছর দু’য়েক আগে ‘পরাণ’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ছবিটিও ছিল দারণ ব্যবসাসফল।

সবশেষ ‘অন্তর্জাল’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে দেখা মেলে এই নায়িকার। এরপর থেকে অবশ্য রুপালি পর্দায় দেখা মিলছে না এ চিত্রনায়িকার। 

মিম জানান, ‘দেশে বর্তমানে সিনেমার কাজ কম  হওয়ায় এ মুহূর্তে অন্য কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি।’

সিনেমার কাজ নিয়ে অভিনেত্রী বলেন, “এখন সিনেমার কাজ কম। তাই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারের কাজে ব্যস্ত আছি। অনেকগুলো প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছি। সেগুলোর বিজ্ঞাপনের শুটিংয়ে সময় দিতে হয়।”

 এদিকে সরকারি অনুদানপ্রাপ্ত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় অভিনয় করেছেন মিম। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। পান্না কায়সারের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘মুক্তিযুদ্ধ: আগে ও পরে’ অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। এটি মুক্তির অপেক্ষায় রয়েছে। 

অন্যদিকে সুমন ধরের ‘আমি ইয়াসমিন বলছি’ সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়ে আছেন তিনি। এর বাইরে নতুন আরও অন্তত দু’টি ছবিতে অভিনয়ের কথাবার্তা হচ্ছে মিমের। নতুন বছরে এ ছবিগুলোর কাজ শুরু করবেন তিনি।

মিম বলেন, “নতুন বছরটা ভালোভাবে শুরু করতে চাই। আশা করছি ২০২৫ এ বেশ কিছু সিনেমার কাজ করবো। সেইভাবেই কথাবার্তা এগুচ্ছে।”

Link copied!